ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার বক্তব্যের সমালোচনায় রিজভী

প্রকাশিত: ০৭:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

শেখ হাসিনার বক্তব্যের সমালোচনায় রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা শুনে শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছেও বিস্ময়কর, হাস্যকর এবং ধাপ্পাবাজি বলে মনে হয়েছে বিএনপির। দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই নিখুঁত সরকারী সন্ত্রাসনির্ভর। বারবার বিতর্কিতদের নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনকে করা হয়েছে রাবার স্ট্যাম্প। এ সময় তিনি সিটি কর্পোরেশনের হেল্ডিং ট্যাক্স বাড়ানো এবং বিদ্যুতের দাম বাড়ানোর সিন্ধান্তের সমালোচনা করেন। সোমবার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘জাতির পিতার হত্যার পর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছেন, তারাই নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেন। দিনের পর দিন আন্দোলন-সংগ্রাম করে গণতান্ত্রিক ধারা আবার ফিরিয়ে এনেছি। আজকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। মানুষ ভোট দিতে পারছে। এটা আমাদের অবদান। মানুষ পছন্দমতো লোককেই নির্বাচন করবে। আমরা সেটাই চাই। নির্বাচন প্রক্রিয়া আমরাই উন্নতি করেছি।’ তার এহেন বক্তব্যে দেশবাসী বিস্ময়ে বাক্যহারা।’’ শেখ হাসিনার সংজ্ঞানুযায়ী গণতন্ত্র বলতে বুঝতে হবে সব দলের কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে একক কর্তৃত্বে একমাত্র দল দেশ চালাবে। ভিন্নমত থাকবে না। গণমাধ্যম সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের অর্থ হবে ভোটকেন্দ্র ভোটারবিহীন শ্মশানভূমি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীবিহীন নির্বাচন। সরকারের বিরদ্ধে ভিন্নমত পোষণ করাদের তিনি জনগণের অংশ বলে মনে করেন না। মানুষের ভোটাধিকার হরণকারী প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাতকারে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু নিজ দেশবাসীর কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও হাস্যকর ও ধাপ্পাবাজিমূলক বক্তব্য বলে মানুষ গণ্য করেছে।’
×