ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ প্রাথমিক গণিত

প্রকাশিত: ০৭:০০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ প্রাথমিক গণিত

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে। পঞ্চম অধ্যায় : গুণিতক এবং গুণনীয়ক (পূর্ব প্রকাশের পর) ২৪। ২৪, ৩৬ ও ৪৫ এর ল.সা.গু. কত? ক.৩২০ খ.৩৬০ গ.৩৮০ ঘ.৪২০ ২৫। ৫ এর গুণনীয়ক দ্বারা কে ভাগ করলে ভাগশেষ কত হবে? ক.০ খ.১ গ.৫ ঘ.১০ ২৬। কোন সংখ্যা দুইটির সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১? ক.৮, ১২ খ.১২, ১৮ গ.১২, ১৫ ঘ.১৫, ১৬ ২৭। ১০ ও ২৫ এর মৌলিক সাধারণ গুণনীয়ক কোনটি? ক.১ খ.২ গ.৫ ঘ.১০ ২৮। ৪৮ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? ক.৮ খ.১৬ গ.২৪ ঘ.৪৮ ২৯। ৬০ এর লঘিষ্ঠ গুণনীয়ক কোনটি? ক.১ খ.২০ গ.৩০ ঘ.৬০ ৩০। ১৮ ও ২৪ এর গ.সা.গু. কত? ক.৩ খ.৬ গ.৯ ঘ.১২ ৩১। যে কোনো সংখ্যার সর্বনি¤œ গুণনীয়ক কত? ক.০ খ.১ গ.২ ঘ.৮টি ৩২। ৩০ এর মৌলিক গুণনীয়ক কোনগুলো? ক.১, ৩, ৫, ১৫ খ.২, ১৫, ৩০ গ.১, ৫, ৬ ঘ.২, ৩, ৫ উত্তর ॥ ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.খ ৩২.ঘ
×