ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইন্টারের জয়, মিলানের হার

প্রকাশিত: ০৬:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ইন্টারের জয়, মিলানের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে দুই মিলান দুই রকমের স্বাদ পেয়েছে। এ্যাওয়ে ম্যাচে স্যাম্পডোরিয়ার কাছে ০-২ গোলে হেরেছে এসি মিলান। আর ঘরের মাঠে ইন্টার মিলান ১-০ গোলে জিতেছে জেনোয়ার বিপক্ষে। বর্তমানে ছয় ম্যাচ শেষে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে এসি মিলান। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে স্যাম্পডোরিয়ার অবস্থান সাতে। সমান ১৮ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে নেপোলি ও জুভেন্টাস। এ্যাওয়ে ম্যাচে ব্যাক-টু-ব্যাক পরাজয় সঙ্গী হয়েছে মিলানের। স্যাম্পডোরিয়ার মাঠে ভিডিও প্রযুক্তি এসি মিলানের হয়ে কথা বললেও সেটি কোন কাজে আসেনি। প্রতিপক্ষের মাঠে ঠিকই বড় হার নিয়ে বাড়ি ফিরেছে মিলান। ম্যাচের তৃতীয় মিনিটে ইভান স্ট্রিনিকের ক্রস এসি মিলানতারকা ফ্রাঙ্ক কেসির হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিডিও এ্যাসিস্টেন্ট রেফারির সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে স্যাম্পডোরিয়ার পক্ষে কর্নারের নির্দেশ দেন ম্যাচ রেফারি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৭২ মিনিটে সফলতা পায় স্বাগতিক স্যাম্পডোরিয়া। মিলান ডিফেন্ডার ক্রিশ্চিয়ান জাপাতা নিজেদের বক্সে মধ্যে বল বিপদমুক্ত করতে গিয়ে ডুভান জাপাতার কাছে তুলে দেন। এরপর দারুণ ফিনিশিংয়ে গোল করে সেই সুযোগ পুরোপুরি লুফে নেন ডুভান। মজার বিষয় হলো, ক্রিশ্চিয়ান ও ডুভান দুজন সম্পর্কের দিক থেকে ‘কাজিন’। ইনজুরি সময়ের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রিকি আলভারেজ। মাঠে নামার ২২ সেকেন্ডের মাথায় দারুণ এক গোল করে স্যাম্পডোরিয়ার জয় নিশ্চিত করেন আলভারেজ।
×