ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাসকিন প্রস্তুত

প্রকাশিত: ০৬:১৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

তাসকিন প্রস্তুত

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার উইকেট পরিস্থিতি ও কন্ডিশন পেসারদের জন্য সহায়ক বরাবরই। দেশের মাটিতে বাংলাদেশ দল স্পিন সহায়ক উইকেটে প্রতিপক্ষদের ঘায়েল করলেও এবার পরীক্ষা পেসারদের। এই কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে ৫ পেসারকে। কিন্তু এই ৫ পেসারের কারও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। বেনোনিতে হওয়া তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের পর মুশফিকুর রহীমরা বেশ ভালভাবেই বুঝেছেন পেসারদেরই আসল কাজ টেস্ট সিরিজে। এবার তরুণ পেসার তাসকিন আহমেদও সেটাই জানালেন। তবে বেনোনির উইকেট কিছুটা ধীর থাকলেও পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে গতিময় হবে এমনটাই প্রত্যাশা জানালেন তিনি। তবে উইকেট যেমনই হোক দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বরাবরই পেসাররা ভাল করে থাকেন, এ কারণে তাসকিন জানালেন পেসারদেরই দায়িত্ব নিতে হবে। আর সেজন্য প্রস্তুত আছেন বলেও জানালেন তিনি। একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বেশ বড় ধরনের পরীক্ষাই দিতে হয়েছে বাংলাদেশের বোলারদের। বেনোনির উইকেট কিছুটা ধীর ছিল, সে কারণে স্বাগতিকদের দুই স্পিনার দুই ইনিংসে বেশ ভাল সুবিধা নিতে পেরেছেন। কিন্তু মূল দাপটটা ছিল পেসারদেরই। স্বীকৃত কোন পেসার না থাকায় প্রোটিয়া একাদশ সফল হতে পারেনি। কিন্তু পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবার যে মূল লড়াই শুরু হবে সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেসারদের বিপক্ষেই লড়তে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এ কারণে বাংলাদেশের পেসারদের ওপরই দায়িত্ব বর্তাবে বেশি। এ বিষয়ে তাসকিন বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। সামর্থ্য অনুযায়ী খেললে ভাল ফল আসবেই। বেনোনির উইকেট একদমই সাদামাটা ও ধীর। এটা অনেকটাই আমাদের দেশের উইকেটের মতো ছিল। আমার মনে হয় আমরা প্রথম টেস্টেও এমন উইকেট (প্রস্তুতি ম্যাচের মতো) পাব। যদিও প্রস্তুতি ম্যাচে ওরা (দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ) কিছুটা ভাল ছিল, কিন্তু আমার বিশ্বাস প্রথম টেস্টের আগে আমরা ঠিকই মানিয়ে নিতে পারব।’ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন খুব একটা পরিচিত নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বর্তমান দলের সদস্যদের মধ্যে শুধু তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও ইমরুল কায়েস ছিলেন ২০০৮ সালের সর্বশেষ সফরে। বর্তমান বোলিং বিভাগ একেবারেই অপরিচিত এই কন্ডিশনে। তবুও পেসার তাসকিন আহমেদ ভাল কিছুরই আশা করছেন। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া পাঁচ পেসার- মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শুভাশিষ রায় মোট ৪৭ টেস্ট খেলেছেন যার মধ্যে ২৪টিই খেলেছেন রুবেল। এদিকে তাসকিনের অভিজ্ঞতা কম থাকলেও দক্ষিণ আফ্রিকায় সফল হওয়ার আশা ছাড়ছেন না ২২ বছর বয়সী এই পেসার। তিনি বলেন, ‘পেসাররা খুব একটা ভাল না করায় কিছুটা চাপত আছেই। কারণ এই কন্ডিশনে পেসাররা ভাল করে। তাই পেসারদের সামনে এগিয়ে দায়িত্ব নিতে হবে। কারণ আমি মনে করি পেসাররা ভাল না করলে ম্যাচে টিকে থাকা অসম্ভব। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি এবং পরীক্ষায় নামতেও প্রস্তুত।’ প্রস্তুতি ম্যাচে সবচেয়ে সফল হয়েছেন শফিউল, নিয়েছেন দুই উইকেট। আর অন্যতম নির্ভরতা মুস্তাফিজ ছিলেন দারুষ মিতব্যয়ী এবং এক উইকেট নিয়েছিলেন। তবে আরেক অভিজ্ঞ রুবেল ভিসা জটিলতায় সময়মতো না যেতে পারার কারণে এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। অবশ্য জাতীয় দলে সবচেয়ে কম অভিজ্ঞ শুভাশিষ বেশ ভাল বোলিংই করেছেন এবং পেস বোলিং কোচ পেসারদের নিয়ে সন্তোষই প্রকাশ করেন। এবার মূল লড়াইয়ে কি করেন পেসাররা সেটার জন্য অপেক্ষা করতে হবে।
×