ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পচেফস্ট্রমে অনুশীলনে মুশফিকরা

প্রকাশিত: ০৬:১৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

পচেফস্ট্রমে অনুশীলনে মুশফিকরা

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দিন পৌঁছে সোমবারই অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। বেনোনিতে প্রস্তুতি ম্যাচ শেষ হয় শনিবার। রবিবার স্থানীয় সময় সকালে রওনা দিয়ে দুপুরেই পচেফস্ট্রমে পৌঁছে বাংলাদেশ দল। এখন পূর্ণ দলই আছে এই শহরে। সোমবার অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা সেনওয়েস পার্কে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। বর্তমান দলটির অধিনায়ক মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও ইমরুল কায়েস ছাড়া আর কারও এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। এবার বেনোনিতে প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরুর আগে তিনদিন অনুশীলন করে পরিস্থিতি বুঝতে পারবেন দলের ক্রিকেটাররা। সেনওয়েস পার্কে এর আগে বাংলাদেশ দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তিনটি। এর মধ্যে ২০০২ ও ২০০৮ সালে দুটি ওয়ানডে এবং ২০০২ সালে খেলেছিল একটি মাত্র টেস্ট ম্যাচে। অর্থাৎ দীর্ঘ ১৫ বছর পর আবার এখানে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এ কারণে উভয় দলেরই এখন আর কোন ক্রিকেটারই নেই যার সেনওয়েস পার্কে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে পরস্পরের বিপক্ষে। অবশ্য, স্বাগতিক দল হিসেবে প্রোটিয়াদের কাছে ভেন্যুটি খুবই পরিচিত। কিন্তু বাংলাদেশের এই দলটির জন্য একেবারেই আনকোরা নতুন ভেন্যু পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক। ১৫ বছর আগে (২০০২, অক্টোবর) এখানে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই দলের এখন আর কেউ নেই বর্তমান স্কোয়াডে। তবে ২০০৮ সালে এই ভেন্যুতে হওয়া ওয়ানডে ম্যাচে খেলেছিলেন তামিম, মুশফিক ও ইমরুল। তারা ফিরেছেন ৯ বছর পর। আর টেস্ট দল হিসেবে ফেরা ১৫ বছর পর। বাংলাদেশের বর্তমান এই দলটি এখন টেস্ট ক্রিকেটেও নিজেদের অবস্থানটা আগের চেয়ে অবশ্য অনেকটাই সমৃদ্ধ। এই দলটি দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। আর ঘরের মাঠে এখন ধারাবাহিকভাবেই দারুণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে দল। গত বছর অক্টোবরে টেস্ট ক্রিকেটের অন্যতম সম্ভ্রান্ত দল ইংল্যান্ডকে হারিয়েছে এবং গত মাসে আরেক ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও দারুণ কিছু করার জন্য আত্মবিশ্বাসী দল। তিনদিনের প্রস্তুতি ম্যাচে বেশ কিছু সমস্যা থাকলেও সন্তুষ্ট বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটসম্যানরা ভালভাবে প্রস্তুতি সারতে পেরেছেন। রানে ফিরেছেন ইমরুল, মুমিনুল হক ও সৌম্য সরকার। সবচেয়ে বড় অস্বস্তির ঘটনা ছিল তামিম ও সৌম্যের ইনজুরিতে পড়া। এ দুই নিয়মিত ওপেনারের অবশ্য প্রথম টেস্টে খেলা নিয়ে আর কোন সংশয় নেই। পেসাররাও এক ইনিংস পুরোটাই নিজেদের বোলিংটাকে ঝালিয়ে নিতে পেরেছেন। তবে কিছু ক্যাচ মিস হয়েছে প্রস্তুতি ম্যাচেও। ফিল্ডিংয়ের এই সমস্যাটা চিরাচরিতভাবেই এখন মুশফিকদের ভোগাচ্ছে। এবার শুধু এসব ভুল শুধরে নিজেদের প্রস্তুত করে নেয়া। বৃহস্পতিবারের আগে এখনও ৩ দিন সময় পাবে দল। বেনোনির প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি পেসার রুবেল হোসেন। তিনি ভিসা জটিলতায় সবার পরে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা রওনা হয়েছিলেন। তিনি বেনোনিতে শেষদিন দলের সঙ্গে যোগ দেন। এখন দলের সঙ্গে পচেফস্ট্রমেই আছেন তিনি। এই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে এখন পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এবার দলের সঙ্গে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রথমবারের মতো তিনি জাতীয় দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্রাম নেয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না সাকিব আল হাসানকে। তবে ওয়ানডে ও টি২০ সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাকে ছাড়াই এবার প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের মর্যাদার ক্রিকেট লড়াই চালাতে হবে মুশফিকদের।
×