ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, নেপোলি, লিভারপুল, সেভিয়া

বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদ লড়াই আজ

প্রকাশিত: ০৬:১১, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদ লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের দ্বৈরথ। আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি, নেপোলি, লিভারপুল ও সেভিয়ার মতো বড় ক্লাব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নৈপুণ্যে শুভসূচনা করা রিয়াল ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায়। ডর্টমুন্ডে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডেরের আতিথ্য নেবে আসরের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল। নিজেদের প্রথম ম্যাচে হরেছে ডর্টমুন্ড। টটেনহ্যাম হটস্পারের কাছে হারের কারণে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ জার্মান ক্লাবটির জন্য। তবে প্রতিপক্ষ যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন সেহেতু জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে স্বাগতিকদের। ম্যাচটি জিততে চায় রিয়ালও। দলের কোচ জিনেদিন জিদান বলেছেন, আমরা জার্মান সফরে জয় ছাড়া কিছুই ভাবছি না। আশা করছি দারুণ একটা সফর হবে সবার জন্য। গ্রুপের আরেক ম্যাচে লড়বে এ্যাপোয়েল নিকোশিয়া-টটেনহ্যাম হটস্পার। ‘এফ’ গ্রুপের দুই ম্যাচে লড়বে নেপোলি-ফেয়েনর্ড ও ম্যানচেস্টার সিটি-শাখতার ডোনেস্ক। ‘ই’ গ্রুপের দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সেভিয়া-ম্যারিবোর ও স্পাটার্ক মস্কো-লিভারপুল। লা লিগায় বাজে সময় পার করলেও চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে শুভসূচনা করেছে রিয়াল। গত ১৩ সেপ্টেম্বর রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারায় আসরের টানা দুই আসরের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। অপর গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। গ্রুপের আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে ভর করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারায় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। মাঠের বাইরে থাকায় রোনাল্ডোর গোলের ক্ষুধা বেড়ে গিয়েছিল বহুগুণ। চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে তাই গোল করার জন্যও বেশি সময় নেননি তিনি। ১২ মিনিটে খোলেন গোলের খাতা। রিয়ালের প্রথমার্ধ শেষ হয় এই এক গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করার আরেকটি সুযোগ পেয়ে যান সি আর সেভেন। সেই সুবর্ণ সুযোগও হাতছাড়া করেননি পর্তুগীজ তারকা। আজ রাতের ম্যাচেও তাই স্পটলাইট থাকছে রোনাল্ডোর দিকে। সি আর সেভেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে ছিলেন দুর্বার, অপ্রতিরোধ্য। এবারও প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। কোচ জিদান তাই তার সেরা তারকার উপর ভরসা রাখছেন। ফরাসী গ্রেট জানিয়েছেন, জার্মান সফরেও রোনাল্ডো হবে আমাদের তরুপের তাস। গ্রুপের অপর ম্যাচে টটেনহ্যাম হ্যারি কেনের উজ্জীবিত পারফর্মেন্সে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল। ওই জয়ে ওয়েম্বলিতে স্পার্সদের পরজায়ের খরা কাটে। গত মৌসুমে এই ওয়েম্বলিতে হেরেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছিল টটেনহ্যাম। এছাড়া এফএ কাপের সেমিফাইনালেও তারা পরাজিত হয়। দারুণ জয়ে শুরু করা টটেনহ্যাম এবার এ্যাপোয়েলের মাঠেও জয়ের আশায় আছে। নতুন মৌসুমে দারুণ শুরু করে ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব সিটি ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় স্বাগতিক ডাচ্ ক্লাব ফেয়েনর্ডকে। গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের কাছে ২-১ গোলে হার মানে ইতালিয়ান ক্লাব নেপোলি। আজ রাতে তাই সিটির জয়ের ধারা ধরে রাখা ও নেপোলির জয়ে ফেরার মিশন। ‘ই’ গ্রুপের ম্যাচে জয় হাতছাড়া করেছিল ইংলিশ ক্লাব লিভারপুল। নিজেদের মাঠ এ্যানফিল্ডে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্য রেডসরা। ম্যাচে ব্রাজিলিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার রবার্টো ফিরমিনো লিভারপুলের হয়ে একটি গোল করলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। দ্য রেডসদের পক্ষে অপর গোলটি করেন মোহামেদ সালাহ। সেভিয়ার হয়ে একটি করে গোল করেন বেন ইয়েডার ও জোয়াকিন কোয়েরা। এবার মস্কো থেকে জয় নিয়ে ফেরার আশা দ্য রেডসদের। দলটির কোচ জার্গেন ক্লপ এমন আশাবাদই ব্যক্ত করেছেন।
×