ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতারের সঙ্গে এলএনজি ক্রয় চুক্তি

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কাতারের সঙ্গে এলএনজি ক্রয় চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ কাতারের রাজগ্যাসের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় চুক্তি করেছে পেট্রোবাংলা। দোহায় হোটেল শেরাটনের সালওয়া হলে সোমবার চুক্তিটি সই হয়। বিদ্যুত জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ বছর ধরে বার্ষিক ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে রাজগ্যাস। এলএনজি ক্রয়ের জন্য ইতোমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে পেট্রোবাংলা এমওইউ সই করেছে। তবে এই প্রথম কোন কোম্পানির সঙ্গে চুক্তি করা হলো। আগামী বছর থেকে দেশে এলএনজি আমদানি শুরু হচ্ছে। এ জন্য ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট এফএসআরইউ নির্মাণ করা হচ্ছে। চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাপকভাবে বিনিয়োগের পরিকল্পনা করছে। আমাদের জ্বালানি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বার্ষিক ৭ দশমিক ৫ মিলিয়ন টন সক্ষমতার দুটি এফএসআরইউ নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এলএনজি উৎপাদনে কাতার অন্যতম শীর্ষস্থান দখলকারী এবং সুনাম অর্জনকারী দেশ। আমাদের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান হালনাগাদ করে এলএনজি ভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের তৈরি পোশাক খাতে রফতানির গতি অবারিত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। প্রায় দুই হাজার ৫০০ শিল্প কারখানা জ্বালানির জন্য চালু করা যাচ্ছে না। বাংলাদেশ তাই নানা উৎস থেকে এলএনজিসহ প্রাথমিক জ্বালানি অন্বেষণ করছে। চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ এবং রাজগ্যাসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ রশিদ আল-মহান্নাদি স্বাক্ষর করেন। কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহাম্মদ বিন সালাহ আল সাদা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণসহ মানবসম্পদ উন্নয়নেও দু’দেশ এক সঙ্গে কাজ করতে পারে। এ সময় অন্যান্যের মাঝে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট সাদ শেরিদা আল কাবি ও আরপিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
×