ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশ্রিত রোহিঙ্গাদের কেউ অভুক্ত নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আশ্রিত রোহিঙ্গাদের কেউ অভুক্ত নেই ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৫ সেপ্টেম্বর ॥ প্রধানমন্ত্রীর নির্দেশে তুমব্রু জিরো পয়েন্টে অবস্থান নেয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে এসেছি। রোহিঙ্গা সঙ্কট, সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন তার পক্ষে সারাবিশ^ অবস্থান নিয়েছে। সোমবার বেলা ১১ টায় উখিয়ার পাশর্^বর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত ১ হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, উপকূল ও হাওড় অঞ্চলের মানুষের দুর্দিন যাচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে না তাকিয়ে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। আশ্রিত রোহিঙ্গাদের কেউ অভুক্ত নেই। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকার নড়েচড়ে বসতে শুরু করেছে। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এছাড়া মন্ত্রী নাইক্ষ্যংছড়ির চাক ঢালায় ত্রাণবাহী গাড়ি উল্টে নিহত নয়জনের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা , কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুর রহমান এমপি, ঢাকা জেলার সভাপতি আলহাজ মোঃ সাইফুল হাসান নিখন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের সদস্য শফিকুর রহমান, কেউচিং চাক, সাবেক সদস্য আব্দুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ, আবু তাহের কোম্পানি, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ প্রমুখ।
×