ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন-নির্যাতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পরিচয় দিয়ে বিশ্বমাতার মতো বুক পেতে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী এসব নির্যাতিত-নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়ে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছেন। সারাবিশ্বের মানুষ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি এ মানুষদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। সে কারণে তিনি মানবতার জননী বা মানবতার মাতা হিসেবে ব্রিটিশ মিডিয়ায় অভিহিত হয়েছেন। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এ বাংলাদেশ হবে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য সুখী-সমৃদ্ধ একটি দেশ, যেখানে ধর্ম-বর্ণ নিয়ে হানাহানি থাকবে না। সেটাই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু মাঝখানে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে একটি অশুভ শক্তির আবির্ভাব ঘটে। এরপর এদের বিরুদ্ধে আমাদের অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে হানিফ বলেন, আমাদের দেশে একটি দল আছে, যারা অশুভ শক্তির জোট করেছে। একাত্তরে যারা আমাদের মা-বোনের ওপর নির্যাতন চালিয়েছে, এরা সেই যুদ্ধাপরাধী দলের সঙ্গে জোট করে বারবার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। তারা এখনও তৎপর। এরা বাংলাদেশকে এগিয়ে নিতে দিতে চায় না। এদের প্রভু মৌলবাদী ও জঙ্গীগোষ্ঠীর হোতা পাকিস্তান। পাশাপার্শি এরা পাকিস্তানের নির্দেশেই সব সময় বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে হানিফ বলেন, ওখানে শুধু মুসলমাদের ওপর নয়, হিন্দু সম্প্রদায়ের ওপরও অমানুষিক নির্যাতন করেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বিশ্ব মায়ের মতো বুক আগলে দিয়েছেন। আমাদের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। এই ছোট্ট দেশে ১৬ কোটি মানুষের খাওয়া-পরানো অনেক কঠিন কাজ। তারপরও প্রধানমন্ত্রী এসব মানুষের ওপর হত্যা-নির্যাতনের কারণে তাদের আশ্রয় দিয়েছেন। তাদের বুক পেতে আগলে নিয়েছেন। তিনি মায়ের মমতা দিয়ে অসহায়-নিপীড়িত-নির্যাতিত মানুষকে বুকে টেনে নিয়েছে তাদের আশ্রয় ও অন্নের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল প্রমুখ।
×