ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের রোহিঙ্গা বিতাড়ন ঠেকাতে এ্যামনেস্টির প্রচার শুরু

প্রকাশিত: ০৫:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ভারতের রোহিঙ্গা বিতাড়ন ঠেকাতে এ্যামনেস্টির প্রচার শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিতাড়নে ভারত সরকারের পরিকল্পনা বন্ধ করতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবারে অনলাইন পিটিশন ও প্রচার শুরু করেছে। রোহিঙ্গাদের ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করে তাদের জোর করে বের করে দেয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খবর আল জাজিরা অনলাইনের। গত সপ্তাহে ভারত সরকার জানিয়েছে, বেশকিছু রোহিঙ্গার সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে। যা আমাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রকল্প ব্যবস্থাপক অরিজিত সেন বলেন, ভারতের অবস্থান বিবেচনা করেই বলা যায় যে, রোহিঙ্গাদের বিতাড়নে আইনগত ও নৈতিক বাধ্যবাধকতা নেই। তারা অল্প সময়ের জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব নির্যাতিত মানুষকে সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ করে দেয়া যায়। তিনি বলেন, নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ থাকলেও সবাইকে এক পাল্লায় মাপা উচিত নয়। রোহিঙ্গাদের জীবন ঝুঁকিতে। তাদের সাহায্য দরকার। রোহিঙ্গাদের বিতাড়ন পরিকল্পনার বিরুদ্ধে ভারতে একটি আপীলের শুনানিও চলছে।
×