ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ‘নিমজ্জন’

প্রকাশিত: ০৪:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ‘নিমজ্জন’

সংস্কৃতি ডেস্ক ॥ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর বর্বরতম নিপীড়ন ও গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ‘ভোর হলো’ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ছাত্র, শিক্ষক-সংস্কৃতিকর্মী ও জনতার মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়েছে। মানববন্ধন চলাকালীন বিশ^ব্যাপী গণহত্যার ওপর নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ‘নিমজ্জন’ নাটকের অংশবিশেষ পরিবেশিত হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলার শহীদ মিনারে অথবা সুবিধাজনক স্থানে এই মানববন্ধন করা হবে। রোহিঙ্গা জাতির ওপর চলমান গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে এই মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়েছে।
×