ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোইলে সন্ত্রাসী হামলা ॥ পঞ্চাশ মিটার ভাংচুর

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

শিরোইলে সন্ত্রাসী হামলা ॥ পঞ্চাশ মিটার ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর শিরোইল কলোনির তিন নম্বর গলির অর্ধশত বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এসময় অর্ধশতাধিক বাড়ির বৈদ্যুতিক মিটারও ভেঙ্গে ফেলে তারা। রবিবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর চালায়। এতে সেলিম নামে আট বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, নগরীর শিরোইল কলোনির তিন নম্বর গলির মনিরের ছেলে শুভর সঙ্গে পাশের হাজরাপুকুর এলাকার কয়েক যুবকের বিরোধ রয়েছে। এ এর জের ধরে রাত নয়টার দিকে হাজরাপুকুরের সাব্বির, রাহুল, হৃদয়, সনি ও মোমিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ সন্ত্রাসী তিন নম্বর গলিতে প্রবেশ করে। এসময় ওই এলাকায় বিদ্যুত ছিল না। এই সুযোগে এলাকায় প্রবেশের পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে প্রায় অর্ধশতাধিক বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙ্গে ফেলে। এছাড়া ২০ থেকে ২৫ বাড়িতে ভাংচুর চালায়। সন্ত্রাসীরা বাড়ির টিনের বেড়া এবং গ্রিল ভেঙ্গে ফেলে। এলাকার বাসিন্দাদের অশ্লীলভাবে গালিগালাজ করে। একপর্যায়ে অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব করে। এ সময় এলাকাবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। সন্ত্রাসীদের লাঠির আঘাতে এলাকার রফিকের ছেলে সেলিম নামে এক শিশু আহত হয়। রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×