ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু কৃষি পুরস্কার

২৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

২৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩ প্রদান উপলক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সরকারী এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের মনোনয়ন ফরম ও নিয়মাবলী সংগ্রহ করে তা পূরণপূর্বক ২৫ অক্টোবরের মধ্যে উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। পরে উপজেলা কমিটিকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ৬ নবেম্বরের মধ্যে জেলা কমিটির কাছে পাঠাতে হবে এবং জেলা কমিটিকে ২০ নবেম্বরের মধ্যে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ঢাবিতে ‘অধ্যাপক মইনুল ইসলাম’ স্বর্ণপদক প্রবর্তন বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট বিভাগে ‘অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ ট্রাস্ট ফান্ড থেকে প্রতি বছর ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ পরীক্ষায় চূড়ান্তভাবে সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে বিভাগের সাবেক অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম সোমবার ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
×