ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায়

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। সেখানে নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে এবার ৫টি বড় ও ৪টি মাঝারি পূজামণ্ডপসহ ২৩১টি ম-পেই থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরির ৯টি পূজামণ্ডপে দেয়া হবে বিশেষ নিরাপত্তা। ‘ক’ ক্যাটাগরিতে থাকছে ধানম-ি, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও গুলশান-বনানীর ৪টি পূজামণ্ডপ এবং ‘খ’ ক্যাটাগরিতে থাকছে সিদ্ধেশ্বরী, রমনা কালিমন্দির, উত্তরা, খামারবাড়ি, বসুন্ধরার সার্বজনীন ৫টি পূজামণ্ডপ। আছাদুজ্জামান মিয়া জানান, সবগুলো পূজামণ্ডপে দর্শনার্থীদের আর্চওয়ে গেট হয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই দর্শনার্থীদের তল্লাশির আওতায় আনা হবে। সবক’টি মণ্ডপেই প্রবেশ ও প্রস্থানের জন্য বাঁশ দিয়ে আলাদা রাস্তার ব্যবস্থা থাকবে।
×