ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেরকেলের জয়ের পর নেতিবাচক পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

মেরকেলের জয়ের পর নেতিবাচক পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জার্মানির সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হলো ক্ষমতাসীন এ্যাঞ্জেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন- সিডিইউ ও এর শরিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন-সিএসইউ। রবিবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষে, বুথ ফেরত জরিপে এমন তথ্য উঠে আসে। এতে সোমবার দেশটির পুঁজিবাজার ইতিবাচক হওয়ার কথা। কিন্তু তা না হয়ে ছন্দপতন হয়েছে। উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী দল এএফডির সাফল্য এর পেছনে প্রধান কারণ। ১৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় শক্তি হিসেবে জার্মানির পার্লামেন্ট-বুন্দেজটাগে আসন নিশ্চিত করেছে অভিবাসনবিরোধী এ দলটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় কোন শক্তির এত বড় সাফল্যের পরই পুঁজিবাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের এ জয়ে এ্যাঞ্জেলা মেরকেল নিজেই অবাক হয়েছেন। সোমবার ফ্রাঙ্কফুটের ডিএএক্স ৩০ সূচক দশমিক ২ শতাংশীয় পয়েন্ট হারায়। ডলারের বিপরীতে এদিন ইউরো দুর্বল হয়ে পড়ে। এদিকে ইউরোপের বাজারে লন্ডনের বেঞ্চমার্ক এফটিএসই ১০০ সূচক কমেছে দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। প্যারিসের সিএসি ৪০ সূচকও হারিয়েছে দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত একাধারে চতুর্থবারের মতো সাধারণ নির্বাচনে জয়ের মুখ দেখল এ্যাঞ্জেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি ও শরিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন-সিএসইউ। নিজ ব্যক্তিত্বগুনে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেরকেল। তাকে পুনরায় চ্যান্সেলর হিসেবে পেয়ে তাই উচ্ছ্বসিত মধ্যপন্থী সিডিইউ-সিএসইউ শিবির। মধ্যপ্রাচ্যের শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়ায় সিদ্ধান্তে বিরোধীরা মেরকেলের বিরুদ্ধে চড়াও হয়েছিল। কিন্তু মেরকেল যে মানবতার পরিচয় দিয়েছেন তা চিনতে সাধারণ মানুষ ভুল করেনি।
×