ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় গৃহযুদ্ধে জয় সরকারের নাগালে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

সিরিয়ায় গৃহযুদ্ধে জয় সরকারের নাগালে ॥ পররাষ্ট্রমন্ত্রী

গৃহযুদ্ধে জয় সরকারের নাগালের মধ্যে চলে এসেছে বলে দাবি করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে গত দুই সপ্তাহে ইসলামিক স্টেট আইএস জঙ্গীদের দখল থেকে ৪৪টি শহর এবং গ্রাম পুনর্দখল করেছে রুশ-ইরান সমর্থিত সিরীয় সেনাবাহিনী। শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ওয়ালিদ আল মুয়ালেম এ দাবি করেন। এএফপি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলেপ্পো ও পালমিরার মুক্তি, দেইর এজোরের অবরোধ তুলে নেয়া এবং সিরিয়ার বিভিন্ন অংশ থেকে সন্ত্রাসবাদের উৎপাটনই প্রমাণ করে যে, জয় নাগালের মধ্যে চলে এসেছে। তিনি জানান, দেশটির ডি-এস্কেলেশন জোনগুলো লড়াই প্রশমণে সহায়তা করবে বলে দামেস্ক আশা করছে। রাশিয়া, তুরস্ক ও ইরান কাজাখস্তানের রাজধানী আ¯স্তানায় কয়েক মাস ধরে পৃথকভাবে আলোচনা করে সিরিয়াজুড়ে ডি-এস্কেলেশন জোন প্রতিষ্ঠা করে সহিংসতা হ্রাস করার চেষ্টা করে আসছে। যদিও এসব আলোচনায় ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের দীর্ঘমেয়াদী কোন রাজনৈতিক সমাধানের বিষয় নিয়ে কথা হচ্ছে না। ভাষণে মুয়ালেম সিরিয়ার বিষয়ে রাশিয়া ও ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এ দুটি দেশ গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে। ডি-এস্কেলেশন জোন প্রতিষ্ঠায় সিরিয়া অনুপ্রাণিত হয়েছে বলে জানান তিনি এবং আশা করেন, এগুলো দেশটিকে চূড়ান্তভাবে সহিংসতা হ্রাস করার দিকে নিয়ে যাবে। মুয়ালেম বলেন, তবুও অন্য দলগুলোর যে কোন ধরনের লঙ্ঘনের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে সিরিয়া।
×