ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও তিন দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আরও তিন দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ইতিপূর্বে জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা সম্প্রসারণ করে গত রবিবার ৮টি দেশের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এতে সেখানে নিরাপত্তা অভিবাসন ও বৈষম্য প্রশ্নে তীব্র আইনী বিতর্কের সূত্রপাত হয়েছে। খবরÑওয়াশিংটন পোস্ট ও বিবিসি। নতুন এসব আইনী বিধি নিষেধের ঘোষণাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এগুলো কঠোর প্রয়োগ এবং বিশেষ উদ্দেশে জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার তার এই বিধি নিষেধ জারি করার সময় বলেন, আমেরিকাকে নিরাপদ রাখা আমার প্রথম ও প্রধান অগ্রাধিকার। সেজন্য আমরা এমন দেশের নাগরিকদের আমাদের দেশে আসতে দিতে পারি না। যাদের অতীত কার্যকলাপ সূক্ষ্মভাবে যাচাই করা সম্ভব নয়। ট্রাম্প এর আগে যে সাতটি মুসলিম দেশের ওপর তার নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার মধ্য থেকে ইরাক ও সুদানকে বাদ দিয়ে আরও তিনটি দেশকে তার নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই তিনটি দেশ হচ্ছে উত্তর কোরিয়া, শাদ ও ভেনিজুয়েলা। তবে ভেনিজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সর্বাত্মক না বলে আংশিক বলা যেতে পারে। কারণ, এই দেশের সরকারী কর্মকর্তা এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের ওপরই শুধু এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই গত জানুয়ারিতে স্বদেশের নিরাপত্তার অজুহাতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। পরে এ নিয়ে তুমুল বিতর্ক ও বিক্ষোভের পর তা আদালত পর্যন্ত গড়ায়। ট্রাম্পের এসব নিষেধাজ্ঞার আওতাভুক্ত সবগুলো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তা ট্রাম্পের মুসলমান বিদ্বেষপ্রসূত ‘মুসলিম ব্যান’ বলে ব্যাপক প্রচার পায়। কারণ ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি মুসলমানদের সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেবেন।
×