ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে কুকুরের কামড়ে পাহাড়াদারের মৃত্যু

প্রকাশিত: ২০:২২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

কালকিনিতে কুকুরের কামড়ে পাহাড়াদারের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে মোঃ আমজাদ সরদার(৪৫) নামের এক হাট পাহাড়াদারের মৃত্যু হয়েছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মাড়া যান। এলাকা ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার এলাকার ডাসার গ্রামের মোঃ আমজাদ সরদার পূর্ব ডাসারের বাইতুল নূর জামে মসজিদের নতুনহাটে পাহাড়াদার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। প্রায় এক মাস পূর্বে রাতের আধারে ওই হাট পাহাড়া দিতে গেলে এসময় একটি বেওয়ারিশ পাগলা কুকুর এসে তার পায়ে কামড় দেয়। এতে করে আমজাদ জলাতঙ্গ রোগে আক্রান্ত হন। এরপর তিনি কোন ভ্যাকশিন না নিয়ে প্রায় এক মাস পর্যন্ত বিভিন্ন কবিরাজ দিয়ে ঝাড়-ফুক ও পানি পরার চিকিৎসা নেন। পরে তাতে কোন কাজ না হওয়ায় তাকে গুরুত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে তার অবস্থা বেগতিক দেখে রাজধানীর ঢাকার একটি হাসাপাতালে ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মাড়া যান। এ ব্যাপারের চিকিৎসক মৃনাল মজুমদার বলেন, আমজাদকে প্রথমে ঝাড়-ফুকের চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ভ্যাকশিন দিলে বাঁচানো সম্ভব্য হত।
×