ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাতার দাবিতে প্রাইমারির দপ্তরীদের মানববন্ধন

প্রকাশিত: ০৮:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ভাতার দাবিতে প্রাইমারির দপ্তরীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যালয় সরকারী হলেও প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত রয়েছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার দফতরি কাম প্রহরী। চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এবার তাই আন্দোলন শুরু করেছেন তারা। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ডাকে রবিবার রাজধানীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন জেলা থেকে আগত সমিতির কয়েক হাজার দফতরি কাম প্রহরী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন কান্ত, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আবুল কালাম, আরমান হোসেন, মজিবুর রহমান ও শফিকুর রহমান প্রমুখ। তারা বলেন, সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৭ হাজার দফতরি কাম প্রহরী নিয়োগ দেয়া হয়েছে। বিদ্যালয়ের সবকিছু সরকারীভাবে চললেও দফতরি কাম প্রহরীরা রয়েছেন অনিশ্চয়তার মধ্যে। তাদের চাকরি আজও জাতীয়করণ করা হয়নি। অথচ এসব দফতরি কাম প্রহরীরা বছরে ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে থাকেন। তাদের কোন ছুটি নেই। এমনকি সাপ্তাহিক ছুটি থেকে বঞ্চিত এসব কর্মচারী। তার মধ্যে চাকরির নিশ্চয়তা না থাকায় সকলে রয়েছেন চরম হাতাশার মধ্যে।
×