ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২৪ রানের বড় জয় পেল ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:২৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

১২৪ রানের বড় জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। কিন্তু শেষপর্যন্ত জয়ের হাসি ইংল্যান্ডের ভাগ্যেই ধরা দিয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মঈন আলীর দুর্দান্ত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ইংল্যান্ড ৭ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। এরপর রবিবার তৃতীয় ওয়ানডেতে জেতায় সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। এখন হাতে থাকা যে কোন একটি ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। ২৭ সেপ্টেম্বর চতুর্থ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ব্রিসটলে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে মঈন আলীর ১০২ রানে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৯ রান করে ইংল্যান্ড। জো রুট (৮৪) ও স্টোকসও (৭৩) দুর্দান্ত ব্যাটিং করেন। যখন ইংল্যান্ড সাড়ে তিনশ রানের বিশাল চাপ ওয়েস্ট ইন্ডিজের সামনে দিয়েছে, তখনই ম্যাচটি ইংলিশদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল যখন অসাধারণ ব্যাটিং প্রদর্শন করতে থাকেন, তখন মনে হয় ম্যাচটিতে কিছু একটা ঘটতেও পারে। কিন্তু গেইল ৯৪ রানে আউট হওয়ার পরই সব স্বপ্ন শেষ হয়ে যায়। আর কোন ব্যাটসম্যানই ঝলকানি দেখাতে না পারায় ৩৯.১ ওভারে ২৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লিয়াম প্লানকেট ৫টি উইকেট শিকার করেন। স্কোর ॥ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ইংল্যান্ড ইনিংস ৩৬৯/৯; ৫০ ওভার (মঈন ১০২, রুট ৮৪, স্টোকস ৭৩; কামিন্স ৩/৮২)। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ২৪৫/১০; ৩৯.১ ওভার গেইল ৯৪, হোল্ডার ৩৪; প্লানকেট ৫/৫২)। ফল ॥ ইংল্যান্ড ১২৪ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ মঈন আলী (ইংল্যান্ড)। সিরিজ ॥ ২-০ তে এগিয়ে ইংল্যান্ড।
×