ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ০৭:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

জবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশবিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবার ‘বি’ ইউনিটের ৭ শ’ ৭৮টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ৩ হাজার ৮ শ’ ৯০ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটের ব্যবহারিক, লিখিত এবং পরফরম্যান্স পরীক্ষার সময়সূচীও প্রকাশ করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও ডিন অফিসের নোটিস বোর্ডে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের অধীনে মেধাক্রম অনুসারে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেসে (আইএমএল) শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।
×