ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যত্ন

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

যত্ন

বেতের আসবাব সহজে ধোয়া যায়। আবার রোদেও শুকিয়ে নেয়া যায়। তবে বাঁশের আসবাব শুকনো কাপড় দিয়ে অন্তত দুই দিন পরপর মুছতে হবে। ঘরের শোভা বাড়ায় আয়না বর্তমানে যে আয়নাগুলো পাওয়া যায় তা বেশ বড় আকারের। এর আশপাশে থাকে কাঠের কাজ করা। কিছু কিছু আয়নার উপর বাড়তি মেটাল বসিয়ে কারুকার্যে ভিন্নতা আনা হয়। আয়নার ক্ষেত্রে কাঠের নিপুণ কাজ সবার নজর কাড়ে। তাতে খোঁদাই করা ছোট পালকি কিংবা পুতুল, পাতা, পিঠাপুলি ইত্যাদি গ্রামবাংলার এই প্রতিচ্ছবি তুলে ধরে। কিছু কিছু আয়নাতে থাকে কয়েক অংশ। প্রথম অংশ থাকে জানালার মতো। এটি খুললেই কেবল আপনি দর্শন পাবেন আয়নার। মাটির ফ্রেমে বন্দী আয়নারো চাহিদা কম না। এই আয়নাগুলো দিয়ে আপনি সাজাতে পারেন ড্রয়িংরুম, লিভিং রুম, বেডরুম থেকে শুরু করে শিশুদের থাকার ঘর পর্যন্ত। বসার ঘরে রাখতে পারেন বিশাল বিশাল আয়না। যাতে আপনি আপনার নিজের প্রতিচ্ছবি আপাদমস্তক দেখতে পাবেন। ঘরে প্রবেশ করার মুখেও রাখতে পারেন আয়না। দরজার বিপরীতে মাটির টেরাকোটার কিংবা রট আয়রনের আয়নার কদর এখন দেখার মতো। এছাড়া যাদের ড্রয়িংরুম ছোট তারা ঘরের যেই অংশে চোখ বেশি যায় সেই পাশে ঝুলিয়ে দিতে পারেন বিশাল একটি আয়না। দাম এই আয়নার দাম নির্ভর করে এর আঁকার এবং এর নকশা এবং এর তৈরি উপাদানের উপর। এই আয়নাগুলোর দাম শুরু হয়ে ৫০০ থেকে ৮০০ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম হতে পারে ৫০০০ টাকা পর্যন্ত। কোথায় পাবেন যমুনা ফিউচার পার্ক, আজিজ সুপার মার্কেট, আড়ং, মৌচাক, নিউমার্কেট, গাউসিয়া এবং আপনার আশপাশের অবিজাত শপিংমলগুলোতে পাবেন আপনার পছন্দের নকশা করা এসব কারুকাজময় আয়না।
×