ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুবায়ের আহমেদ গালিব

ঘর সাজাতে...

প্রকাশিত: ০৬:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ঘর সাজাতে...

বর্ষাকাল চলে গেলেও বৃষ্টির রাজত্ব এখনও ফুরায়নি। রোদ যেমন উঁকি দিচ্ছে ঠিক তেমনি মহাসমারোহে চলে আসছে বৃষ্টিও। ঝুম বৃষ্টিতে নাকাল হচ্ছেন অনেকেই। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণের প্রভাব পড়ে আমাদের আবাস্থলেও। আমাদের শখের ঘর-দুয়ার, আসবাবপত্র সবকিছু যেন হয়ে ওঠে স্যাঁতসেঁতে। তাই এ সময়ে ঘরের ভেতরকার পরিবেশ সতেজ রাখতে আপনাকে করতে হবে কিছু কাজ। দেয়ালের সঙ্গে লাগিয়ে কোন আসবাবপত্র রাখবেন না। এতে আসবাবপত্র ড্যাম হয়ে যায়, যাতে বাসা বানায় ঘুনপোকা। তাই দেয়াল থেকে দূরত্ব বজায় রেখে আসবাবপত্র রাখুন। আরও সম্ভব হলে আসবাবপত্রের পেছনের অংশ পলিথিন দিয়ে ঢেকে রাখুন। আলমারিতে বা ওয়ারড্রবে কাপড় রাখলে তার সঙ্গে রাখতে পারেন নেপথোলিন। এর কারণে পোকামাকড় থাকবে আসবাবপত্র এবং কাপড় থেকে অনেক দূরে। এর সঙ্গে দামী আসবাবপত্রের নিচে টিনের বা কাচের পাত্রে এক টুকরা সালফার বা গন্ধক রাখতে পারেন। যা পোকামাকড় থেকে আসবাবপত্রকে মুক্ত রাখবে। আসবাবপত্রের ক্ষেত্রে কাঠের বদলে হার্ডবোর্ডের আসবাবপত্র ব্যবহার করা উচিত। কারণ বোর্ডের ভেতরের অংশ ফাঁপা। এতে ঘুনে ধরার প্রবণতা যেমন থাকে না তেমনি এটি সহজে নষ্টও হয় না। সঙ্গে সঙ্গে যতœ খুব সহজে নেয়া যায়। তাই আপনি ইচ্ছা করলে কাঠের বানানো আসবাবপত্রকে হার্ডবোর্ডের আবরণ দিতে পারেন। ঘরের এক কোণে হিটার রাখতে পারেন, যা ঘরকে রাখবে শুষ্ক। এটি আপনি রাখতে পারেন লিভিং রুম, ড্রয়িংরুম এবং গেস্ট রুমে। বসার ঘরে বা শোয়ার ঘরে বাঁশ বা বেতের টেবিলল্যাম্প, ল্যাম্পশেড রাখতে পারেন। এতে আশপাশের পরিবেশ স্নিগ্ধ দেখাবে। চাইলে ল্যাম্পশেড সিলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী বলেন, দেশীয় উপকরণ দিয়ে ঘরকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। একঘেয়েমি কাটাতে সহজে বাঁশ-বেতের আসবাব ও শোপিস দিয়ে ঘর সাজাতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। এ ধরনের আসবাব ১০ থেকে ১২ বছর অনায়াসে টেকে। বড় বড় আসবাব যেমন টেবিল-চেয়ার, আলমারি, সোফাসেটও পাওয়া যায় বাঁশ-বেতের। ছোট ছোট ঘর সাজানোর সরঞ্জামাদিও কিনতে পারেন। ঝুড়ি, টু-সিটার, মোড়া, ট্রে, টেবিল প্লেসমেট ও টেবিল রানার কেনা যেতে পারে। সব সময় ব্যবহার করতে না চাইলে বিশেষ দিনে এসব ঘর সাজানোর সামগ্রী দিয়ে ঘরকে ফুটিয়ে তুলতে পারেন।
×