ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়ার মহোৎসব!

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়ার মহোৎসব!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনলাইন বেটিং চক্রের সন্ধান পেয়েছে দিল্লী পুলিশ। এই অপরাধে সাত জনকে গ্রেফতারও করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গত শুক্রবার এই চক্রটির সন্ধান পায় পুলিশ। এরপর পুলিশ হানা দেয় রাজধানী নয়াদিল্লীর দেরাওয়াল নগরের একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে ১২টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ ও নগদ ২৭,৭৫০ টাকা উদ্ধার করা হয়। এখন পর্যন্ত প্রায় ২ লাখ টাকা জুয়াতে খাটানোর খবর জানতে পেরেছে পুলিশ। উত্তর-পশ্চিম দিল্লী পুলিশের ডেপুটি কমিশনার বলেছেন, ‘অভিযুক্তরা জেরার মুখে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, মোবাইলের মাধ্যমে এই কাজ চলত। মোবাইলের রেকর্ডিং অন করে কে কত দরে জুয়া খেলছে তার হিসেব রাখা হতো। পাশাপাশি ল্যাপটপে ‘বেটিং এ্যাসিস্ট্যান্স’ নামের একটি বেটিং সফটওয়্যার ইনস্টল করেও এই জুয়ার কাজ চালানো হতো বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা।’ ভারতীয় ক্রিকেটে এসব অবশ্য নতুন ঘটনা নয়। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে।
×