ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক জাতীয় ফুটবলার মোতালেব আর নেই

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সাবেক জাতীয় ফুটবলার মোতালেব আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মোঃ মোতালেব হোসেন রবিবার ঢাকার বসুন্ধরায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোতালেব হোসেন ১৯৭০ হতে ৮০ দশকে সুনামের সাথে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জ এম এফ এস-সহ বিভিন্ন ক্লাবে গোলরক্ষক হিসেবে খেলেছেন। রবিবার পলাশী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মোতালেব হোসেন এর মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। এছাড়া তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডও। গতকাল ক্লাব প্রাঙ্গনে আবাহনীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়দের পক্ষ থেকে মরহুমের কফিণে ক্লাব পতাকা ও পুষ্পস্তবক অর্পন করা হয়। বিএসজেএ মিডিয়া ফুটবল আজ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ কুল- বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আজ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারশেনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং মালিক মোঃ সাঈদ। টুর্নামেন্টে ২৪টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে আছে তিনটি করে দল। প্রতি গ্রুপের সেরা দল কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। টুর্নামেন্টে দৈনিক জনকণ্ঠ খেলছে শীর্ষ বাছাই দল হিসেবে। ‘এ’ গ্রুপে জনকণ্ঠের প্রতিদ্বন্দ্বী ইন্ডিপিডেন্ট পত্রিকা ও আমাদের সময়। আজ সকাল ১১টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে আমাদের সময়ের বিরুদ্ধে খেলবে টিম জনকন্ঠ। টুর্নামেন্ট উপলক্ষ্যে রবিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টুর্নামেন্টের ড্র ও জার্সি উম্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) জেসমিন জামান ও জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, বিএসজেএ’র সভাপতি সাইদুর রহমান শামীম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, টুর্নামেন্টের আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের সদস্য সচিব আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক এসএম সুমন।
×