ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেইমারের অভাব বুঝল পিএসজি

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

নেইমারের অভাব বুঝল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়া ফরাসী লীগ ওয়ানের ম্যাচে ধাক্কা খেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার রাতে মন্টপেলিয়ারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে প্যারিসের পরাশক্তিরা। পায়ের ইনজুরির কারণে ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে পিএসজি। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে উনাই এমেরির দল। নেইমার না থাকায় নজর ছিল কিলিয়ান এমবাপের দিকে। তবে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেয়া এই ফরাসী তারকার দুটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন স্বাগতিক গোলরক্ষক বেঞ্জামিন লেকোটে। অবশ্য নেইমার না থাকায় নিজেদের সেরা খেলা উপহার দিতে ব্যর্থ হয় পিএসজি। এই ড্রয়ের ফলে মোনাকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নেমে এসেছে পিএসজির। সাত ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। শুক্রবার রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে লিঁকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়া মোনাকো ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। চ্যাম্পিয়ন্স লীগে বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। তাই স্কোয়াডে নেইমারকে না দেখায় বিস্ময় জাগেনি খুব একটা। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে, পায়ে হাল্কা ব্যথা অনুভব করায় নামানো হয়নি নেইমারকে। তাতেও খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। প্রতিপক্ষ মন্টপেলিয়ার খুব একটা ভাল ফর্মে নেই। নেইমারকে ছাড়াও পিএসজি দলে তো তারকার অভাব নেই। বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় না থাকুক, দ্বিতীয়জন কিলিয়ান এমবাপে তো আছেন। আছেন এডিনসন কাভানি কিংবা মার্কো ভেরাত্তিও। কিন্তু কিছুতেই কিছু হয়নি। গোল মিসের মহড়ার কারণে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। তবে মন্টপেলিয়ারের মাঠে জয় না পাওয়ার কারণ হিসেবে নেইমারের অনুপস্থিতিকে দায়ী করতে নারাজ দলটির মিডফিল্ডার ভেরাত্তি। বরং নেইমারকে ছাড়াও পিএসজি দুর্দান্ত একটি দল বলে দাবি তার। ভেরাত্তি বলেন, সবাই এমনটাই মনে করে। এটা লিওনেল মেসি ছাড়া বার্সিলোনা বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া রিয়াল মাদ্রিদের মতো। নেইমার নেই বলে পিএসজি জিতেনিÑ এটা কোন কারণ নয়।
×