ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ ড্রয়ের পথে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ, চাপে বরিশাল

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় ক্রিকেট লীগ ড্রয়ের পথে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ, চাপে বরিশাল

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে জমে উঠেছে খুলনা-বরিশালের লড়াই। ৪০৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বরিশাল তৃতীয় দিনশেষে তুলেছে বিনা উইকেটে ৩২ রান। আজ ম্যাচের শেষদিনে সবগুলো উইকেট নিয়ে ৩৭১ রান করতে পারলেই জয় পাবে তারা। অপরদিকে দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগে ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম প্রথম ইনিংস ৪৩২ রানে শেষ করার পর দারুণ জবাব দিচ্ছে রাজশাহী। তৃতীয়দিন শেষে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেটে ১৪৭ রান তুলেছে তারা। বগুড়ায় তৃতীয়দিন শুরু হয়েছে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচটি। তবে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলেছে রংপুর। নুরুজ্জামানের শতক, আলআমিন-রাজ্জাকের ৪ উইকেট ॥ নুরুজ্জামান নয়ন দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন। এরপরও বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে বেশিদূর যেতে পারেনি। আগেরদিন ৬ উইকেটে ১৭১ রান করা দলটি গুটিয়ে গেছে ২৫৮ রানে। নুরুজ্জামান ১৭৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। তাদের দ্রুত গুটিয়ে যাওয়ার পেছনে খুলনার পেসার আলআমিন ও বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ৪ উইকেট করে শিকারটাই বড় কারণ। খুলনা দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে অবশ্য খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। নুরুল হাসান সোহান ৮৫ বলে ৩ চারে ৫৭ এবং তুষার ইমরান ৪ চার ১ ছক্কায় ৬২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। সোহাগ গাজী ৩টি এবং কামরুল ইসলাম রাব্বি ও মনির হোসেন দুটি করে উইকেট নেন। ৪০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল দিনশেষে বিনা উইকেটে ৩২ রান তুলেছে। এখনও ৩৭১ রান করতে হবে তাদের জেতার জন্য। রাজশাহীর জবাব ॥ আগেরদিন ৮ উইকটে ৪১৯ রান নিয়ে শেষ করেছিল চট্টগ্রাম। তৃতীয়দিনে আর ১৩ রান যোগ করেই ৪৩২ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। বিশাল এই সংগ্রহের পর স্বাগতিক রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ভালই জবাব দিচ্ছে। তৃতীয়দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেটে ১৪৭ রান তুলেছে তারা। এখনও পিছিয়ে আছে ২৮৫ রানে। জহুরুল ইসলাম অমি ১১৯ বলে ১২ চারে ৭৫ রান নিয়ে ব্যাট করছেন। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে খুলনা-বরিশাল ম্যাচ খুলনা প্রথম ইনিংস- ৪৪৪/১০; ১২৪.৩ ওভার (মেহেদী ১৭৭, তুষার ১৩২, নুরুল ৩৩; মনির ৭/৮৫, তানভির ২/৬৫) ও দ্বিতীয় ইনিংস- ২১৬/৭; ডিক্লে. ৪৯ ওভার (নুরুল ৫৭, তুষার ৫৭*, মেহেদি ২৮; সোহাগ ৩/৭৮, রাব্বি ২/৪২, মনির ২/৭০)। বরিশাল প্রথম ইনিংস- আগের দিন ১৭১/৬; ৫৫ ওভার (রাফসান ৫৮*, নুরুজ্জামান ৫২*, সালমান ৩২; আলআমিন ২/৩২, রাজ্জাক ২/৫০) ও তৃতীয়দিন- ২৫৮/১০; ৮০ ওভার (নুরুজ্জামান ১০১*, মনির ৩০; আলআমিন ৪/৭২, রাজ্জাক ৪/৯০) এবং দ্বিতীয় ইনিংস- ৩২/০; ১২ ওভার (ফজলে ১৫*, রাফসান ১৩*)। চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ চট্টগ্রাম প্রথম ইনিংস- দ্বিতীয়দিন শেষে- ৪১৯/৮; ১৩৯ ওভার ও তৃতীয়দিন- ৪৩২/১০; ১৪২.৫ ওভার (ইয়াসির ৯৪, সাজ্জাদুল ৬৮, শুক্কুর ৬৫, কামরুল ৪৪, ইফতেখার ৪৩, তাসামুল ৩৭; শরিফুল ৩/৭০, শান্ত ২/৪৪, সাকলাইন ২/৭৬)। রাজশাহী প্রথম ইনিংস- ১৪৭/১; ৩৯ ওভার (জহুরুল ৭৫*, মাইশুকুর ৩২, শান্ত ২৫*; মাহবুবুল ১/৩০)।
×