ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজেদের সামর্থ্য দেখাতে চান মুশফিক

প্রকাশিত: ০৬:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

নিজেদের সামর্থ্য দেখাতে চান মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে দারুণ কিছু করার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। এমনকি বলেছিলেন বিদেশের মাটিতেও আমরা ভাল করার প্রমাণ দিয়ে যাচ্ছি, এবার দক্ষিণ আফ্রিকায় কোন মাইলফলক অর্জিত হতে পারে। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ হিসেবে তিনদিনের ম্যাচ খেলার পর সেটাই আবার পুনরাবৃত্তি করলেন মুশফিক। তিনি জানিয়েছেন মানসিকভাবে প্রোটিয়া চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আগেই প্রস্তুত ছিল বাংলাদেশ দল। যে কোন ধরনের উইকেটেই খেলতে প্রস্তুত তারা এবং সেটা যেমনই হোক নিজেদের সেরা সাফল্য দেখাতে চায় টাইগাররা। ২০০৮ সালে সর্বশেষ বার দক্ষিণ আফ্রিকা সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ দল। ৯ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকায় গেছে টাইগাররা। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সেই দলে ছিলেন এবারের সফরে থাকা মুশফিক, তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এই ৮ বছরে টেস্ট ক্রিকেটেও বেশ এগিয়েছে বাংলাদেশ দল। ঘরের মাটিতে গত বছর শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর পর এবার হারিয়েছে অস্ট্রেলিয়াকেও। তবে বারবারই বলা হয়ে থাকে বিদেশের মাটিতেই আসল চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। কারণ দেশে নিজেদের পছন্দমতো উইকেটে পরিচিত পরিবেশে খেলা সহজ হলেও বিদেশের ভিন্ন কন্ডিশনে সেটা চ্যালেঞ্জের। কিন্তু দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে মুশফিক বলেন, ‘আমরা দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছি। তার মানে বিদেশের মাটিতেও আমাদের ভাল করার সামর্থ্য আছে। নিজেদের সক্ষমতা ও দক্ষতা দিয়ে যদি ভাল খেলতে পারে সবাই তাহলে এবার দক্ষিণ আফ্রিকায়ও দারুণ কিছু হবে।’ তিনদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা মুশফিককে আরও সাহস জুগিয়েছেন। দুই ইনিংসে মোট ৫ হাফসেঞ্চুরি এসেছে। রানে ফিরেছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুমিনুল হক। সাব্বির রহমান করেছেন উভয় ইনিংসে অর্ধশতক। এ কারণে এখন আরও আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিক। দক্ষিণ আফ্রিকার মাটিতে পেস সহায়ক উইকেটেই খেলতে হবে, মানসিক এই প্রস্তুতি বাংলাদেশ দলের আছেই। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে কোন উইকেটে খেলতে তৈরি তার দল। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে পচেফস্ট্রমে। সেখানেও উইকেটটা হবে পেসারদের জন্য সহায়ক। বেনোনির উইলোমুর পার্কে প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের তো সহজ উইকেটই পছন্দ। কিন্তু আমরা জানি, দক্ষিণ আফ্রিকায় অতিথি দলগুলো গতিময় উইকেটের কারণে সমস্যায় পড়ে। আমাদেরও মানিয়ে নিতে হবে। ছেলেরা সেরাটা দিতে তৈরি এবং আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই এই ধরনের কন্ডিশনেও আমরা ভাল খেলতে পারি। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী হলেও আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ ইনজুরির কারণে অন্যতম ভয়ানক পেসার ডেল স্টেইন ও নির্ভরযোগ্য ভারনন ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নেই। এটাকে বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন মুশফিক, ‘দক্ষিণ আফ্রিকা খুবই ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল। তবে স্টেইন ও ফিল্যান্ডার না থাকায় আমরা সম্ভবত কিছুটা সুবিধাজনক জায়গায় থাকব। তবে বিদেশের মাটিতে আমরা খুব বেশি টেস্ট খেলিনি। কিন্তু গত আড়াই বছরে আমরা দল হিসেবে উন্নতি করছি। এখান থেকেই শুরু হতে পারে আমাদের পরবর্তী ধাপ।’
×