ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বীকৃতি পাবে চারদিনের টেস্ট?

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

স্বীকৃতি পাবে চারদিনের  টেস্ট?

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি বছর বড় দিন উপলক্ষে (২৬ ডিসেম্বর) ‘বক্সিং ডে’ টেস্ট খেলে আসছে দক্ষিণ আফ্রিকা। এবার মোড়ল দেশ ভারতের সেখানে আতিথ্য নেয়ার কথা ছিল। দেশটি দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবে ঠিকই, তবে টাইমিংয়ে হের-ফের হওয়ায় ‘বক্সিং ডে’তে মাঠে নামতে পারছেন না বিরাট কোহলিরা। ঐতিহ্য ধরে রাখতে তবু ঘরের মাটিতে জিম্বাবুইয়ের বিপক্ষে সেটি আয়োজন করতে চাচ্ছে প্রোটিয়ারা। দুর্বল দেশটির সঙ্গে চারদিনের টেস্ট খেলার আলোচনা অনেকটাই চূড়ান্ত। বিপত্তি বেধেছে এর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে। চারদিনের ম্যাচটিকে টেস্ট স্ট্যাটাস দেয়া হবে কি না আইসিসির পরবর্তী সভায় সেই সিদ্ধান্ত হবে। অকল্যান্ডে আগামী মাসে সভায় বসবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। সেখানে এই টেস্টকে পূর্ণাঙ্গ মর্যাদা দিতে কোন বাধা নেই সংস্থাটির। তবে যেভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) প্রস্তাবটি এনেছে তাতেই হচ্ছে বিতর্ক। বেশিরভাগ বোর্ড এই ফরমেটের পক্ষে রয়েছে বলেও জানা গেছে। কারণ গত দুই বছর ধরে আইসিসির বোর্ড সভায় এ নিয়ে চলছে নানা বিতর্ক-আলোচনা। সদস্যদেশগুলো এ পরিকল্পনার সমর্থনে থাকলেও কেউ কেউ এ নিয়ে এখনও পরিষ্কার ধারণা রাখতে পারেনি। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড এই ফরমেটের তীব্র বিরোধী। তাদের সঙ্গে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বোর্ডগুলো। এদিকে নতুন এই ধারণার বিষয়ে বাংলাদেশের অবস্থান এখনও পরিষ্কার নয়। সমর্থক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ে। চারদিনের টেস্টের পক্ষে আলাদা যুক্তিও আছে জিম্বাবুইয়ের। দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক ফয়সাল হাসনাইন জানিয়েছেন, ‘আমাদের মতো দেশগুলো টেস্ট থেকে সেভাবে আয় করে না। তবে ভারতের সঙ্গে খেললে তার কথা আলাদা। আমরা যদি পাঁচদিনের জায়গায় চারদিনের টেস্ট খেলি তাহলে খরচ অনেক কমে যাবে। তাতে খরচ কমার সম্ভাবনা প্রায় ২০ শতাংশ। আমাদের জন্য এটা বিশাল অঙ্ক।’
×