ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। তবে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে দুই পরাশক্তিকেই। জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদও। শনিবার রাতে ডানি সেবালোসের জোড়া গোলে ভর করে রিয়াল ২-১ গোলে হারিয়েছে আলাভেসকে। জিরোনার বিরুদ্ধে বার্সিলোনার ৩-০ গোলের জয়টা সহজে মনে হলেও ম্যাচের চিত্র ছিল ভিন্ন। কাতালানরা দু’টো গোলই পেয়েছে আত্মঘাতীর সৌজন্যে। আরেক ম্যাচে এ্যাটলেটিকো ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। বর্তমানে ছয়টি করে ম্যাচ শেষে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। ১৪ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকো দুইয়ে। আর ১১ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান চার নম্বরে। বার্সিলোনার নগর প্রতিদ্বন্দ্বী জিরোনা প্রথমবারের মতো স্পেনের শীর্ষ লীগে খেলছে। তবে বার্সাকে তারা বেশ কঠিন পরীক্ষায় ফেলে। এই জয়ের ফলে লা লিগার মৌসুমের শুরুতে টানা সর্বোচ্চ ছয় ম্যাচ জয়ের নিজেদের রেকর্ড স্পর্শ করে বার্সিলোনা। ২০০৯-১০ সালে পেপ গার্ডিওলার অধীনে এবং ২০১৩-১৪ সালে টিটো ভিলানোভার অধীনে মৌসুমের শুরুতে টানা ছয় ম্যাচ জিতেছিল কাতালানরা। ম্যাচের ১৬ মিনিটে লিওনেল মেসির দারুণ ফ্রিকিক রুখে দেন জিরোনার গোলরক্ষক। এর এক মিনিট পরই এগিয়ে যায় বার্সা। জর্ডি আলবার শট আদে বেনিতেজের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে লিড নেয় বার্সিলোনা। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি অতিথিরা। বিরতির পরপরই আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় সফরকারীদের। ৪৮ মিনিটে এ্যালেক্স ভিদালের ক্রস জিরোনার গোলরক্ষক গোর্কা ইরাইজোজের গায়ে লেগে জালে জড়ায়। ৬৯ মিনিটে বার্সিলোনার জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। সার্জিও রবার্টোর লম্বা পাস ধরে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন উরুগুয়ে ফরোয়ার্ড। স্পেনের শীর্ষ লীগে বার্সিলোনার জার্সিতে ২৫টি দলের বিরুদ্ধে খেলে ২৪টি দলের বিরুদ্ধেই গোল করলেন সুয়ারেজ। এরপর আর কোন গোল না হলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। আরেক ম্যাচে মূল একাদশে প্রথমবারের মতো খেলতে পেরেই কোচ জিনেদিন জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ অনুর্ধ-২১ দলের মিডফিল্ডার ডানি সেবালোস। তার দুই গোলেই আলাভেসকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রিয়াল বেটিসের বিরুদ্ধে আগের ম্যাচে পরাজিত রিয়ালের মূল একাদশ থেকে তিনটি পরিবর্তন করে একাদশ সাজান রিয়াল কোচ জিদান। যার মধ্যে লুকা লডরিচ ও গ্যারেথ বেল ছিলেন বদলি বেঞ্চে। অন্যদিকে প্রথমবারের মতো মূল একাদশে অভিষেক হয়েছে সেবালোসের। মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচকে সামনে রেখে জিদান তারকাদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন। কোচের এই সিদ্ধান্তের দারুণ প্রতিদান দিয়েছেন সেবালোস। ম্যাচ শুরুর ১০ মিনিটেই আলাভেস গোলরক্ষক ফার্নান্দো পাচেকোকে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন সেবালোস। ম্যাচটিতে অবশ্য সুযোগ পাননি জিদান পুত্র এঞ্জো জিদান। আলাভেসের অস্থায়ী কোচ জেভিয়ার কাবেলোর বিবেচনায় দলের বাইরে ছিলেন তিনি। লীগে টানা ষষ্ঠ পরাজয়ের মুখ দেখলেও কাবেলোকে অনেকটাই গতিময় ফুটবল উপহার দিয়েছেন শিষ্যরা। বিরতির পাঁচ মিনিট আগে মুনির এল হাদাদির ক্রস থেকে অধিনায়ক মানু গার্সিয়া গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। তিন মিনিট পরেই অবশ্য সেবালোসের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় মাদ্রিদ। বিরতির পরে রিয়ালের হয়ে আরও কিছু গোলের সুযোগ নষ্ট করেন ইস্কো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে ইস্কোর শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন পাচেয়ো। কিন্তু রোনাল্ডোর দুটি প্রচেষ্টাই গোলবারে লেগে ফেরত আসলে রিয়ালকে হতাশ হতে হয়। সার্জিও রামোসও শেষের দিকে গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, আমাদের তিন পয়েন্ট খুব জরুরী ছিল। আমরা অসাধারণ ফর্মে নেই। কিন্তু এটা নিশ্চিত যে অন্য দিনগুলোর তুলনায় আমরা ভাল খেলেছি।
×