ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের হার সফরকারী অস্ট্রেলিয়ার

টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ের পথে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল ভারত। ইন্দোরের তৃতীয় ম্যাচে বিরাট কোহলির দল জিতল ৫ উইকেটে। টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৩ রানের স্কোর গড়ে। সফরে প্রথমবারের মতো সুযোগ পেয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ওপেনার এ্যারন ফিঞ্চ (১২৪)। অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৬৩ রান। জবাবে ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ভারত। এদিন ব্যাটিংঅর্ডারে প্রমোশন পেয়ে উপরে উঠে আসা ‘নিউ সেনসেশন’ হারদিক পান্ডিয়া ৫ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৭৮ রানের মনোমুগ্ধকর এক ইনিংস উপহার দেন। ওপেনার রোহিত শর্মা ৬২ বলে ৭১ ও অজিঙ্কা রাহানে ৭৬ বলে ৭০ রান করে জয়ের ভিত গড়ে দেন। এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত ৪২ রানে পান্ডিয়ার বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ফিঞ্চের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক স্মিথ। এ যাত্রায় ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে জুটিটাকে আর বড় করতে পারেনিন স্মিথ। দলীয় ২২৪ রানের মাথায় ৬৩ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। ২৯৩ স্কোর হিসেবে মন্দ নয়। কিন্তু এর পরেও এ স্কোরকে ‘মাত্র’ বলতে হবে। অন্তত সফরকারীদের অমন শুরুর পর। যেখানে ৩৬ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ ছুঁয়ে ফেলে স্মিথ-ফিঞ্চরা, সেখানে বাকি ওভারগুলোতে রানের বন্যা বইয়ে দেয়ার কথা ছিল, অথচ তিন শ’র নিচে থামে বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস! কুলদীপ যাদবের বলে নিজের ষষ্ঠ ছক্কা হাঁকাতে গিয়েই ঝামেলা করে ফেলেন ফিঞ্চ। কেদার যাদবের হাতে ধরা পড়েন ১২৪ রানে। ১২৫ বলের ইনিংসে ৫ ছক্কার সঙ্গে ১২টি চার ছিল এই ওপেনারের। ১৫৪ রানের দ্বিতীয় উইকেট জুটিটা ভাঙতেই অস্ট্রেলিয়ার ইনিংস যেন তাসের ঘর! অতিথি ব্যাটসম্যানদের ওপর চড়াও হয় ভারতের বোলাররা। ৩৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২২৪ রান করা অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে হয়ে যায় ৬ উইকেটে ২৭৫! সেখান থেকে মার্ক স্টয়েনিস ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ২৯৩ রানের সংগ্রহ এনে দেন। জাসপ্রিত বুমরাহ ও আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট। এর মধ্য দিয়ে টানা ৯টি সিরিজ জয়ের রেকর্ড গড়ল বিরাটের ভারত। সিরিজে বাকি দুই ম্যাচের এক ওয়ানডে জিতলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে কোহলি বাহিনী। যেভাবে উড়ে চলেছে, তাতে সে সম্ভাবনা যথেষ্ট। অন্যদিকে সিরিজ হাতছাড়া হওয়ার পর বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে এখন কেবল ব্যবধান কমানোর লড়াই। ব্যাঙ্গালুরুতে চতুর্থ ওয়ানডে বৃহস্পতিবার। স্কোর অস্ট্রেলিয়া ॥ ২৯৩/৬ (৫০ ওভার; ওয়ার্নার ৪২, ফিঞ্চ ১২৪, স্মিথ ৬৩, ম্যাক্সওয়েল ৫, হেড ৪, স্টয়নিস ২৭*, হ্যান্ডসকম্ব ৩, এ্যাগার ৯*; বুমরাহ ২/৫২, চাহাল ১/৫৪, হারদিক ১/৫৮, কুলদীপ ১/৭৫) ভারত ॥ ২৯৪/৫ (৪৭.৫ ওভার; রাহানে ৭০, রোহিত ৭১, কোহলি ২৮, পান্ডিয়া ৭৮, কেদার যাদব ২, মানিশ পান্ডে ৩৬*, ধোনি ৩*; কামিন্স ২/৫৪, কুল্টার নাইল ১/৫৮, এ্যাগার ১/৭১)। ফল ॥ ভারত ৫ উইকেটে জয়ী। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজ ভারত ৩-০-তে এগিয়ে।
×