ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৬:১৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেসরকারী সংস্থার আয়োজনে কীর্ত্তিপাশা শাখার উদ্যোগে মতবিনিময় সভা, স্বাস্থ্যসেবা প্রদান ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জসিম উদ্দিন ও ফিল্ড এডমিনিস্ট্রেশন এ্যাসোসিয়েট মফিজুর রহমান। ৫০ জন সংস্থার সদস্যদের স্বাস্থ্যসেবা ও ২টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ডাঃ মিঠুন দারী ও স্বাস্থ্য সহকারী সারমিন আক্তার ও ঋণা হালদার সদস্যদের ডায়াবেটিক্সসহ বিভিন্ন রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করেন। ১১২ মন্দিরে অনুদান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শারদীয় দুর্গাপূজা উদযাপনে ১১২টি মন্দিরে দুই লাখ ২৪ হাজার টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানকিভাবে রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলার এসব মন্দির কমিটির সভাপতির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন।
×