ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বাসচাপায় পোশাক কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে বাসচাপায় পোশাক কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত নাসিমা বেগম (৩৫) রিজেন্সী কারখানার কর্মী। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানা সূত্রে জানানো হয়, সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পতিত হন নাসিমা। একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর বাসটি তাকে চাপা দিলে অকুস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। হতভাগ্য নাসিমা আক্তারের স্বামী জামাল উদ্দিনের বাড়ি ফেনী সদর এলাকায়। ঝালকাঠিতে প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, সদর উপজেলার ঝালকাঠি-কীর্ত্তিপাশা সড়কের গবিন্দধবল নামক স্থানে মোটরসাইকেলের চাপায় পিষ্ট হয়ে নাজেম সরদার (৭৫) নামের বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। রবিবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটেছে। তবে ঘাতক মোটরসাইকেল চালক বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যেতে স্বক্ষম হয়। সাতক্ষীরায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুকুরে ডুবে একই পরিবারের দুই কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর নাম ইমা খাতুন (৪) ও রুমা খাতুন (৩)। তারা সদর উপজেলার ভোমরা পশ্চিমপাড়া এলাকার রবিউল ইসলামের কন্যা। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে তারা দুই বোন তাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে খেলা করছিল। এ সময় হঠাৎ অনবধানবশত ছোট বোন রুমা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন ইমাও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুই বোনই আর পানি থেকে উপরে উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের স্বজনরা দুই বোনের মৃতদেহ পানি থেকে উদ্ধার করেন। একই পরিবারের দুই সহোদর কন্যাশিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাটোরে শিশু নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় রবিবার সকালে হিমেল হোসেন (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। হিমেল ওই এলাকার সাদের আলীর ছেলে। স্থানীয়রা জানান, হিমেল বাড়ির আঙ্গিনায় খেলা করতে সকলের অগোচরে বাড়িসংলগ্ন ডোবায় হাঁস দেখতে গিয়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তার কোন সন্ধান না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তার লাশ ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে উদ্ধার করে আমিনা হাসাপাতালে নিয়ে এলে কর্তরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। ভূঞাপুরে ছাত্রীকে ধর্ষণ ॥ মামলা করায় হুমকি সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর ॥ ভূঞাপুরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রবিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেছে। ধর্ষক রেজাউল করিম উপজেলার ধুবলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। ধর্ষণের সহযোগী হিসেবে আরও চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার ধুবলিয়া গ্রামের স্কুলপড়ুয়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে রেজাউল করিম ধর্ষণ করে। ওই শিক্ষার্থীকে প্রায় ৬ মাস আগে থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রেজাউল করিম। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে মোবাইলে ওই শিক্ষার্থীকে বাড়ির বাইরে ডেকে এনে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ধর্ষক রেজাউলকে আটক করে। পরে রেজাউলের সমর্থকরা স্থানীয়দের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধর্ষক রেজাউলকে ছিনিয়ে নিয়ে যায়। নীলফামারীতে বন্যায় কৃষিতে প্রণোদনা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাম্প্রতিককালের বন্যায় কৃষিতে ক্ষতিগ্রস্ত নীলফামারীর ১৪ হাজার ৭৪৮ জন কৃষক প্রণোদনা পাবে। এজন্য সরকারের কৃষি মন্ত্রণালয় দুই কোটি দুই লাখ ৩৩ হাজার ৬২০ টাকা বরাদ্দ প্রদান করেছে। রবিবার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় সাম্প্রতিক বন্যার ক্ষতি পোষাতে কৃষকদের গম, সরিষা, ভুট্টা, বিটি বেগুন, মুগডাল চাষে ১৪ হাজার ৭৪৮ কৃষককে প্রণোদনা প্রদান করা হবে। ওই প্রণোদনা প্রদানে কৃষি মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে দুই কোটি দুই লাখ ৩৩ হাজার ৬২০ টাকা। প্রণোদনার অর্থে রবি মৌসুমে এক হাজার ৫শ’ বিঘায় সরিষা, ছয় হাজার বিঘায় গম, ছয় হাজার ৫শ’ বিঘায় ভুট্টা, ৪৮ বিঘায় বিটি বেগুন এবং খরিফ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল ৭শ’ বিঘায় আবাদ করবে কৃষক।
×