ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাশুড়িয়া ট্রাফিক মোড় সড়ক এখন মরণফাঁদ

প্রকাশিত: ০৬:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

দাশুড়িয়া ট্রাফিক মোড় সড়ক এখন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দাশুড়িয়া ট্রাফিক মোড় যাত্রীসহ সব শ্রেণী-পেশার মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। সৃষ্ট খানাখন্দে পানি ভর্তি হওয়ার কারণে এ ফাঁদের সৃষ্টি হয়েছে। ফলে গত চার মাস থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস খানাখন্দে আটকে থেকে প্রতিদিন ৩-৪ কিলোমিটার যানজট পাড়ি দিতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শনিবার ভোর থেকেই দাশুড়িয়া ট্রাফিক মোড়ের চতুর্দিকের মহাসড়কে প্রায় ৩-৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা ও যশোর-খুলনাগামী কোচের যাত্রী আসাদুজ্জামান বাবলু, রমজান আলী ও আব্দুস সাত্তার বাসের মধ্যে বসে মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, ঈশ্বরদীতে কেবিনেট মন্ত্রী রয়েছেন এবং দেশে যোগ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী থাকা সত্ত্বেও জনগণের দুর্ভোগ কমছে না কেন? খানাখন্দ মেরামত করা হয় না কেন? পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, বৃষ্টির কারণে কাজ করা কঠিন হচ্ছে। তবে ১৫ দিনের মধ্যে মেরামতকাজ সম্পন্ন হবে। লৌহজংয়ে মাদক বিক্রেতার দস্ড স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে গাঁজা সেবনের দায়ে মাদক সম্র্রাট আবু সাঈদ ফকির নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এ দ-াদেশ দেন। এর পূর্বে সকালে আবু সাঈদকে তার নিজ বাড়ি কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে লৌহজং থানা পুলিশ।
×