ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিত

প্রকাশিত: ০৬:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর খানপুরে অবস্থিত তিন শ’ শয্যা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর এক স্বজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। জানা যায়, শনিবার বিকেল পাঁচটায় ফজলু নামের পোশাক কারখানার এক শ্রমিক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসে। এ সময় জরুরী বিভাগের ডাঃ জান্নাতুল নাঈম প্রাথমিক চিকিৎসা দিলে রোগী সুস্থ বোধ করলে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। পুনরায় রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় ফজলুকে নিয়ে আবার হাসপাতালে আসে। তার ইসিজিসহ আনুষঙ্গিক পরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করলে রোগীর সঙ্গে আসা স্বজনসহ ১৫-২০ জন লোক উত্তেজিত হয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় তারা আমাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে হামলার সঙ্গে জড়িত একজনকে ধরে থানায় নিয়ে যায়।
×