ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন মাস পর বের হলো শিশুর গলা থেকে ৫ টাকার কয়েন

প্রকাশিত: ০৬:০৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

তিন মাস পর বের হলো শিশুর গলা থেকে ৫ টাকার কয়েন

সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৪ সেপ্টেম্বর ॥ বেড়ায় তিন মাস পর দশ বছর বয়সী এক শিশুর গলা থেকে অপারেশন করে পাঁচ টাকার কয়েন বের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেড়া উপজেলার বনগ্রামে। শিশুটির নাম বাঁধন কুমার হালদার। সে পশ্চিম বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে। বাঁধনের বাবা মনমথ হালদার জানান, রোজার ঈদের সময় লেবুর শরবত খাওয়ার জন্য ওর মার কাছ থেকে পাঁচ টাকার একটি কয়েন নিয়ে যায়। শরবত না পেয়ে কয়েনটি মুখে দিয়ে নদীতে স্নান করতে যায়। সেখানে সাঁতার কাটার সময় কয়েনটি গলার মধ্যে আটকে যায়। পরে সে কয়েকবার বমি করলে তার এক আত্মীয় তাকে তার বাড়িতে নিয়ে বাঁধনের বাড়িতে খবর দেয়। বাঁধন কয়েনের কথাটি কাউকে বলেনি। এরপর বমি ক্রমাগত বাড়তে থাকলে তাকে কয়েকজন ডাক্তার দেখানো হয়। কিন্তু এতেও কোন কাজ হয় না। ধীরে ধীরে শক্ত খাবার বন্ধ হয়ে গত দুই মাস জুস, লেবুর শরবত ও তরল জাতীয় খাবার খেয়ে ছিল। অবস্থার অবনতি হলে এক শিশু বিশেষজ্ঞের কাছে নিলে তিনি এক্স-রে করালে গলায় কয়েন থাকার বিষয়টি ধরা পড়ে। রবিবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে অপারেশন করে কয়েনটি বের করা হয়। বর্তমানে সে অত্যন্ত দুর্বল এবং বিভিন্ন অসুখে আক্রান্ত বলে ডাক্তার জানিয়েছে।
×