ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে পন্টুনের সিঁড়িতে হাঁটু পানি ॥ লঞ্চযাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশিত: ০৬:০৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে পন্টুনের সিঁড়িতে হাঁটু পানি ॥ লঞ্চযাত্রীদের চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটি’র নির্দিষ্ট পন্টুনে ওঠার সিঁড়ি জোয়ারের পানিতে হাঁটু সমান ডুবে রয়েছে। ফলে দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত বাবুগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়লেও বিষয়টি দেখার যেন কেউ নেই। সূত্রমতে, প্রতিদিন এ রুটে চলাচলরত লঞ্চ যথানিয়মে পন্টুনে নোঙর করায় লঞ্চযাত্রীদের হাঁটু সমান পানি পার হয়ে ওঠানামা করতে হয়। এতে করে সীমাহীন ভোগান্তিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে শিশু ও বয়স্করা। অনেকে তাদের অসুস্থ স্বজনদের কোলে তুলে ঝুঁকি নিয়ে সিঁড়ি পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। লঞ্চযাত্রী কেএম সোহেব জুয়েল ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘাটের ইজারাদার যথানিয়মে যাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করলেও দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ ব্যাপারে ইজারাদার মোঃ সোহেল জানান, জোয়ারের পানিতে পন্টুনের সিঁড়ি ডুবে থাকায় যাত্রী ভোগান্তির বিষয়টি ইতোমধ্যে বিআইডব্লিউটি’র উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, যাত্রীদের পন্টুনে ওঠানামা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করে দেয়ার কথাছিল। এ বিষয়ে আমাদের কোন হাত নেই।
×