ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

শ্রীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে রবিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। লালপতাকা তুলে সকাল ৬টা ১০ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামিয়ে মানববন্ধনে অংশ নেয় ঢাকাগামী ট্রেনযাত্রী, স্থানীয় জনতা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিক্ষক-কর্মচারী, শ্রমজীবীরা। এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, শ্রীপুর পৌর আওয়াম লীগের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, গত ১৮ মাস আগে শ্রীপুর রেলস্টেশনে যাত্রী ও স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় রেলমন্ত্রী মজিবুল হক চুন্নু আন্তঃনগর যমুনা ট্রেনটি আপ-ডাউনে শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়ার প্রতিশ্রুতি দেন। গত বছর জাতীয় সংসদে স্থানীয় এমপি রহমত আলী যমুনা ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে জাতীয় সংসদে মৌখিকভাবে উত্থাপন করলে রেলমন্ত্রী শ্রীপুরে রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস যাত্রাবিরতির বিষয়টি মাঠপর্যায়ে পরীক্ষানিরীক্ষাপূর্বক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান। কিন্তু দীর্ঘ ১৯ মাসেও রেলমন্ত্রী আন্তঃনগর যমুনা ট্রেনটির যাত্রাবিরতি দিতে পারেননি।
×