ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় সড়ক দখল করে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৫:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৭

কুয়াকাটায় সড়ক দখল করে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ সেপ্টেম্বর ॥ কুয়াকাটায় সড়ক দখল করে তোলা ১২০ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার ৮টায় অর্ধশতাধিক শ্রমিক খননযন্ত্র, ট্রাক নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। কুয়াকাটা পর্যটন এলাকায় সহাসড়কের অধিগ্রহণ করা ৭০ ফুট জায়গার মধ্যে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম এবং পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহম্মেদ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। অভিযানে আবাসিক হোটেল সমুদ্র বিলাস, হোটেল সাগর ছায়া, হোটেল সূর্যোদয়, হোটেল রিয়াজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলমান উচ্ছেদ অভিযানের প্রথমদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। কুয়াকাটা শূন্য পয়েন্ট থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে বলে সওজ কর্তৃপক্ষ জানিয়েছে। পটুয়াখালী পর্যন্ত ৭০ কিমি সড়কে আগামী সাতদিন এ অভিযান চলবে।
×