ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বিদ্যুত সঙ্কট নিরসনে আলটিমেটাম

প্রকাশিত: ০৫:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে বিদ্যুত সঙ্কট নিরসনে আলটিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে চলমান বিদ্যুতের নাজুক পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। তারা বিদ্যুত সঙ্কট নিরসনে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন। এরমধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বিদ্যুত অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার বেলা ১১টায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। সভায় বিদ্যুতের চলমান পরিস্থিতি নিয়ে পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। পরিষদের নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে এখন বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতি চলছে। দিনরাতের বেশিরভাগ সময় বিদ্যুত পাওয়া যাচ্ছে না। নামাজের সময়, খাওয়ার সময় বিদ্যুত চলে যাচ্ছে। একবার বিদ্যুত গেলে দেড় থেকে দুই ঘণ্টা পর সংযোগ দেয়া হচ্ছে। এ অবস্থায় কলকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। সকালে গোসলের পানি মিলছে না। রান্না-বান্না ব্যাহত হচ্ছে। সবচেয়ে বিড়ম্বনার মধ্যে পড়ছে শিক্ষার্থীরা। বিদ্যুতের এ অবস্থার মুখে তাদের লেখাপড়াও বিঘœ ঘটছে। এ অবস্থা কয়েকমাস ধরে থাকলেও পরিস্থিতি উন্নয়নে কোন পদক্ষেপ নেই। বিদ্যুতের কাক্সিক্ষত সেবা মিলছে না। সভা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে না এলে বিদ্যুত অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। সভায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সহসভাপতি আলহাজ হারুনার রশিদ, কল্পনা রায়, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
×