ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় তুফানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বগুড়ায় তুফানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা মতিন সরকার ও তুফান সরকারের অবৈধ বিত্ত-বৈভবের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ ও সন্ত্রাসী বাহিনী নিয়ে শহর দাপিয়ে বেড়ানো মতিন ও তার ভাই তুফান বাহিনীর নানা অপকর্মের বিষয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দুদক বগুড়া সমন্বিত কার্যালয় থেকে তাদের বিষয়ে তদন্তের অনুমতির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে ওই অনুমোদনের চিঠি আসার পর দুদকের তদন্তকারী কর্মকর্তা মাঠে নেমেছেন। এক ছাত্রীকে ধর্ষণের পর ধর্ষিতাসহ তার মা’র চুল কেটে নির্যাতন চালানোর ঘটনায় তুফান ও মতিন বাহিনীর চাঁদাবাজি, হত্যা, নির্যাতন, ভূমি দখল, মাদক কারবারসহ হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার নানা ঘটনা বেরিয়ে আসে। দেশব্যাপী এটি আলোড়ন সৃষ্টি করে। ২৯ জুলাই তুফান সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতন মামলা দায়ের হয়। ওই মামলায় তুফান গ্রেফতার হলেও মতিন সরকার এখন পলাতক রয়েছে। মতিনসহ তার ভাইদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। দুদুক বগুড়া সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, আগস্টের প্রথম সপ্তাহে তুফান ও মতিনের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তদন্তের অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছিল। প্রাথমিক খোঁজখবর নেয়ার পর অনুসন্ধানের জন্য ওই অনুমতি চাওয়া হয়। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, অনুসন্ধানের অনুমোদন পাওয়ার পর তারা কাজ শুরু করেছেন।
×