ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী ও নতুন উদ্যোক্তা খাতে কমেছে

ছয় মাসে ৬২ শতাংশ এসএমই ঋণ বিতরণ

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ছয় মাসে ৬২ শতাংশ এসএমই ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানু-জুন) এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৮৩ হাজার কোটি টাকা; যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় সাড়ে ৬২ শতাংশ। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। তবে এ সময়ে নারী উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কমে গেছে। এ দুটি খাতে ঋণ বিতরণ কমেছে যথাক্রমে ২৪ শতাংশ ও ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চলমান বিনিয়োগ মন্দার মধ্যেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। যার ফলে এ খাতে বেড়েছে ঋণ বিতরণ। ২০১৭ সালে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এসএমই খাতে এক লাখ ৩৩ হাজার ৮৫৩ কোটি ৫৯ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার ৬২ দশমিক ৩৯ শতাংশ। এটি আগের বছরে একই সময়ের চেয়ে ১৩ হাজার ৮৩৭ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৬ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে এসএমই ঋণ বিতরণের পরিমাণ ছিল ৬৯ হাজার ৬৬৯ কোটি টাকা। আর শতকরা হার ছিল ৬১ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ে মোট ৩ লাখ ৮২ হাজার ৯১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসএমই ঋণ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে নারী উদ্যোক্তা রয়েছেন ২৮ হাজার ৮৯২ জন। আর নতুন উদ্যোক্তা রয়েছেন ৭৪ হাজার ৭৯৪ জন। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে দেশের তফসিলী ব্যাংকগুলোর এসএমই খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ হাজার ১৭৭ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ হাজার ১৬০ কোটি টাকা বা ১৮ দশমিক ৮৫ শতাংশ বেশি। অন্যদিকে এ সময়ে দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৩২৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৫৩ কোটি টাকা। ফলে এ সময়ে ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ২৭৬ কোটি টাকা বা ৪১ দশমিক ৮১ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ম্যানুফ্যাকচারিং খাতের ৪৫ হাজার ৯৯৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৯ হাজার ৯৪০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। গত বছরের একই সময়ে ৩০ হাজার ৭৪৯ জনের মাঝে ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৭ হাজার ৭৩০ কোটি টাকা। ফলে এ সময়ে ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ২০৯ কোটি টাকা বা ১২ দশমিক ৪৬ শতাংশ। এ সময়ে ব্যবসা খাতে ৫৩ হাজার ৩৪৪ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। ঋণ পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৫৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। গত বছরের একই সময়ে এ খাতে ২ লাখ ৫২ হাজার ৭১১টি প্রতিষ্ঠানের মাঝে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৪৩ হাজার ৯৪২ কোটি টাকা। সে হিসেবে ব্যবসা খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৪০ শতাংশ। আর এ সময়ে সেবা খাতের ৩২ হাজার ৯৬৯টি প্রতিষ্ঠানের মাঝে এসএমই ঋণ বিতরণ হয়েছে ১০ হাজার ২২২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ খাতের ২৫ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের মাঝে ঋণ বিতরণ হয়েছিল ৭ হাজার ৯৯৭ কোটি টাকা। ফলে ছয় মাসে সেবা খাতে ঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ২২৫ কোটি টাকা বা ২৭ দশমিক ৮২ শতাংশ। প্রতিবেদনে আরও দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের পরিমাণ বেশ কিছুটা কমে গেছে। এ সময় নারী উদ্যোক্তা খাতে ২ হাজার ৩৩৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৪৯ কোটি টাকা বা ২৪ দশমিক ৩১ শতাংশ কম। এছাড়া নতুন উদ্যোক্তাদের মাঝে ১১ হাজার ৮১৫ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৯২ কোটি টাকা বা ৬ দশমিক ২৮ শতাংশ কম। এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে বিনা জামানতের এসএমই ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৫৪ কোটি টাকা বা ১২ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে ৮৭ হাজার ৮৮টি প্রতিষ্ঠান বিনা জামানতে ৯ হাজার ৪০০ কোটি টাকার ঋণ পেয়েছেন। তবে এ সময়ে এসএমই খাতে সার্বিক ঋণ বিতরণ বাড়লেও আদায় সামান্য কমেছে। বছরের ছয় মাসে এসএমই ঋণ আদায় হয়েছে ৬০ হাজার ৩১৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৬০ হাজার ৭৩১ কোটি টাকা।
×