ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রযুুক্তি খাতের ৮৬ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

প্রযুুক্তি খাতের ৮৬ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির দর কমলেও তথ্যপ্রযুক্তি খাত ছিল ভিন্ন। এদিন ডিএসইতে ৬৩ শতাংশ কোম্পানির দর কমলেও তথ্যপ্রযুক্তি খাতের ৮৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। দেখা গেছে, রবিবার তথ্যপ্রযুক্তি খাতের ৭টি কোম্পানির মধ্যে ৬টি বা ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি দর বেড়েছে আমরা টেকনোলজিসের। কোম্পানির ২.৫০ টাকা দর বেড়েছে। এছাড়া বিডিকমের ০.৮০ টাকা, ইনটেকের ০.৭০ টাকা, ডেফোডিল কম্পিউটারে ০.৫০ টাকা ও অগ্নি সিস্টেমস এবং আইটি কনসালটেন্টসের ০.৪০ টাকা দর বেড়েছে। অন্যদিকে একমাত্র ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর কমেছে। কোম্পানিটির দর কমেছে ০.৩০ টাকা।
×