ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জরুরী ফাইলে স্বাক্ষর করছেন

প্রকাশিত: ০৫:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জরুরী ফাইলে স্বাক্ষর  করছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জরুরী ফাইলপত্রে ডিজিটালি স্বাক্ষর করছেন। জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে তিনি বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। খবর বাসস’র। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, ‘প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে বেশ কিছু জরুরী গুরুত্বপূর্ণ ই-ফাইল রবিবার ডিজিটালি নিষ্পত্তি করেছেন। এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় জরুরী সব ইলেক্ট্রনিক ফাইল (ই-ফাইল) প্রেরণের জন্য তার কার্যালয়কে নির্দেশ দেন। খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ই-মেইলের মাধ্যমে জরুরী ই-ফাইলগুলো ওয়াশিংটনে পাঠাচ্ছেন।’ প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম সভায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেন। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর স্বদেশের উদ্দেশে যাত্রা করে লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে আসবেন। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক গেছেন।
×