ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গহীন বালুচর’ চলচ্চিত্রের অডিও এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৪:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

গহীন বালুচর’ চলচ্চিত্রের অডিও এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বদরুল আনাম সৌদ পরিচালিত সরকারী অনুদানে নির্মিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের অডিও প্রকাশনা উৎসব শনিবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, নিমা রহমান, চিত্রনায়ক ফেরদৌস, নির্মাতা তৌকীর আহমেদ, ভাবনা, পরিচালক বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, জিতু আহসান, বন্যা মির্জা, শাহাদাত, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, লিজা, চন্দন সিনহা, ঐশী, জয়িতা প্রমুখ। জি সিরিজের ব্যানারে রিলিজ হয় ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের গানের এ্যালবাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নতুন তিন মুখ তানভীর, মুন ও নীলাঞ্জনা নীলা ছাড়াও চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে তিনি বলেন, ভীষণ সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি। এর প্রতিটি গান গল্পকে এগিয়ে নিয়ে যায়। আর গানগুলোতে ইমন সাহা এমন কিছু এ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, যেগুলো শুনতে সবারই ভাল লাগবে। সব মিলিয়ে ‘গহীন বালুচর’-এর অরিজিনাল সাউন্ডট্র্যাক কমপ্লিট একটি ফিউশন অব ইস্ট এ্যান্ড ওয়েস্ট। চলচ্চিত্রটির নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। পরবর্তীতে এখানেই আমরা একটি প্রেমের গল্প খুঁজে পাই। খুব রোমান্টিক একটা গল্পের চলচ্চিত্র ‘গহীন বালুচর’। চলচ্চিত্রটির গানগুলো খুবই সুন্দর। আমি নিশ্চিত দর্শক-শ্রোতাদের মনে ঢেউ জাগাবে, ভিন্ন এক ভাল লাগায় মুগ্ধ করবে। গানের চিত্রায়ণেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করছি সবার ভাল লাগবে। অনুষ্ঠানে ফেরদৌস বলেন, সুবর্ণা মুস্তাফার সঙ্গে কোন চলচ্চিত্রে বা নাটকে কখনও অভিনয় করিনি। তবে সেরা নাচিয়ে আমরা বিচারক হিসেবে পাশাপাশি চেয়ারে বসেছি। তখনই মূলত তার সঙ্গে আমার ভাল একটি সম্পর্ক তৈরি হয়। কখনও কোন অনুষ্ঠানে দেখা হলে বেশ হাসি মুখেই তিনি আমার সঙ্গে কথা বলেন। এমন একজন উঁচু মাপের অভিনেত্রী হয়েও কী সহজ সরল একজন মানুষ তিনি। তার ব্যবহারে মুগ্ধ হই বারবার। আর তার অভিনয়-সেতো সেই ছোটবেলা থেকেই আমার ভাললাগা জুড়ে আছে। ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি, লিজা, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, ঐশী, ফজলুর রহমান বাবু, জয়িতা, সাব্বির ও মনির। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা।
×