ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোবটের অস্ত্রোপচার!

প্রকাশিত: ০৪:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রোবটের অস্ত্রোপচার!

চীনের শানছি প্রদেশের জিয়ান শহরে কোন ধরনের মানব সহায়তা ছাড়াই মানুষের মাড়িতে অস্ত্রোপচার করে নতুন দাঁত বসিয়েছে এক রোবট। এ ধরনের অস্ত্রোপচার এটাই বিশ্বে প্রথম। রোবটটি সম্পূর্ণ চীনে তৈরি। এক নারীর নতুন দুটি কৃত্রিম দাঁত বসানোর কাজ করে রোবট। কোন ভুল না করে এক ঘণ্টায় দাঁতের সফল অস্ত্রোপচার করেছে রোবটটি। সাউথ চায়না মর্নিং পোস্ট ফসল উৎপাদন বাড়াতে... দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ অঞ্চলে ড্রোন ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। সেখানে একটি লেবুর বাগানে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। বাগানটির বেশিরভাগ লেবুই রফতানি হয় মধ্যপ্রাচ্যে। বাকিটা স্থানীয় সুপার মার্কেটে। ড্রোনটি পুরো বাগানের ওপর নজরদারি করছে। এ পদ্ধতিকে বলা হচ্ছে স্মার্ট ফার্মিং। বিবিসি
×