ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বেনজীর হত্যায় মোশারফ জড়িত’

প্রকাশিত: ০৪:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

‘বেনজীর হত্যায় মোশারফ জড়িত’

প্রাদেশিক পার্লামেন্টবিষয়ক মন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি নিসার আহমেদ খুহরো বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বেনজীর ভুট্টোর হত্যায় সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব) পারভেজ মোশারফের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু কারণ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। নিসার আহমেদ হায়দরাবাদে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মোশারফ এমন অনেক বিবৃতি ও আভাস দিয়েছিলেন যেগুলোতে প্রতীয়মান হয়েছে যে, তিনি বেনজীরকে পাকিস্তানে ফিরতে দিতে চান না। তিনি বলেন, মোশারফ দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঠেলে দিয়েছেন এবং এ কারণে হাজার হাজার লোক নিহত হয়েছে। তিনি অভিযোগ করেন যে, মোশারফ জাতির হত্যাকারী এবং গণতন্ত্রের হত্যাকারী। মোশারফ পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে বেনজীরের হত্যাকারী বলে অভিযোগ আনার পর খুহরো প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি বলেন, মোশারফ দুজনের সঙ্গেই প্রতারণা করেছেন এবং লাল মসজিদে অভিযান চালালেও বোরকা পরিয়ে কয়েকজনকে বেরিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। তিনি ২০০৭ সালের ১২ মে নিশতার পার্ক বোমা হামলা এবং একই বছর ১৮ অক্টোবর ঘটনার জন্য এ সাবেক প্রেসিডেন্টকে দায়ী করেন। খুহরো দাবি করেন, ইন্টারপোলের সহায়তায় মোশারফকে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে এবং সংবিধানের ৬ অনুচ্ছেদের অধীনে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। তিনি অভিযোগ করেন, মোশারফ এমনকি বালুচ নেতা আকবর বুগতিকে হত্যার হুমকি দিয়েছেন।
×