ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় মাসে সাড়ে ৬২ শতাংশ এসএমই ঋণ বিতরণ

প্রকাশিত: ০২:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ছয় মাসে সাড়ে ৬২ শতাংশ এসএমই ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানু-জুন) এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাড়িয়েছে সাড়ে ৮৩ হাজার কোটি টাকা; যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় সাড়ে ৬২ শতাংশ। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। তবে এ সময়ে নারী উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কমে গেছে। এ দুটি খাতে ঋণ বিতরণ কমেছে যথাক্রমে ২৪ শতাংশ ও ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চলমান বিনিয়োগ মন্দার মধ্যেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। যার ফলে এ খাতে বেড়েছে ঋণ বিতরণ। ২০১৭ সালে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এসএমই খাতে এক লাখ ৩৩ হাজার ৮৫৩ কোটি ৫৯ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাড়িয়েছে ৮৩ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার ৬২ দশমিক ৩৯ শতাংশ। এটি আগের বছরে একই সময়ের চেয়ে ১৩ হাজার ৮৩৭ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৬ শতাংশ বেশি।
×