ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় সাড়ে ৬শতাধিক সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশিত: ০০:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

মাগুরায় সাড়ে ৬শতাধিক সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ নিরাপত্তার জন্য মাগুরায় সরকারী ও বেসরকারী ভাবে সাড়ে ৬ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে জেলা শহরে অপরাধ প্রবণতা অনেকাংশে কমেছে। জানা গেছে ,আইনশঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশের পক্ষথেকে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টেসহ বিভিন্ন অফিস, ব্যাংক, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৬ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার কারনে সন্ত্রাসী, চুরি, চাঁদাবাজী, ইভটিচিং ও মাদক বিক্রেতাদের দৌরাত্ব কমেছে। ক্যামেরাতে ফুটেজ উঠার ভয়ে প্রকাশ্যে কেউ অপরাধ করছে না। শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড, নতুন বাজার, চৌরঙ্গী মোড়, সাব-রেজিষ্ট্রি মোড়, ভায়না, জজকোর্টের সামনে, সরকারি মহিলা কলেজগেট, এসপি অফিস, প্রেসক্লাব, বিভিন্ন ব্যাংক, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে হোটেল, ওষুদের ফার্মেসী, মার্কেট ও তাদের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। ধর্মীয় প্রতিষ্টান শহরের নতুন বাজার শহর কালী মন্দির ও আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠ ও মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক, অফিস,ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটে সিসি সিসি ক্যামেরা স্থাপনের ফলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কোন অপরাধ সংঘটিত হলে সিসি ফুটেজ দেখে অপরাধীদের সহজেই সনাক্ত করা সম্ভব হচ্ছে। এদিকে শুধু জেলা শহরে নয় উপজেলা এমনকি গ্রামের বড় বড় বাজারে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সিসি ক্যামেরার কারনে অপরাধীরা অপরাধ করতে ভয় পাওয়ায় অপরাধ প্রবনতা কমছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু জানান, শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানোয় অপরাধ প্রবনাতা অনেকে কমেছে। প্রকাশে কেউ আপরাধ করতে সাহস পাচ্ছে না। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম জানান, জেলায় সাড়ে ৬শত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ প্রবনতা অনেক কমেছে। মামলা সংখ্যা কমেছে। মানুষ এর সুফল পাচ্ছে। অপরাধীদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা সহজ হচ্ছে।
×