ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার উপকূল দিয়ে মার্কিন বোমারু বিমানের উড়াল

প্রকাশিত: ০৭:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

উ. কোরিয়ার উপকূল দিয়ে মার্কিন বোমারু বিমানের উড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাম্প ও উনের উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই শনিবার মার্কিন বিমান বাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে হঠাৎ উড়ে গেল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্য দিয়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগে মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। এএফপির খবরে বলা হয়, কোরিয়া উপদ্বীপের অসামরিক অঞ্চলের সর্বোচ্চ উত্তর দিয়ে গত এক শতাব্দীতে এর আগে কখনও যুক্তরাষ্ট্রের বোমারু বিমান উড়েনি। পেন্টাগনের মুখপাত্র ডিনা হোয়াইট জানিয়েছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ ঘটেছে। যে কোন হুমকিকে পরাজিত করতে আমাদের সামরিক শক্তি প্রয়োগের সুযোগ রয়েছে বলে প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন। এছাড়া নিজ দেশ ও মিত্রদের রক্ষায় পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহারে আমরা প্রস্তুত রয়েছি।
×